শেষ ম্যাচে ফর্মে ফিরলেন কুক, পঞ্চম টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড ১৯৮/৭
Web Desk, ABP Ananda | 07 Sep 2018 04:39 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: সিরিজ আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। পঞ্চম টেস্ট ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার হয়ে গিয়েছে। আজ থেকে কেনিংটন ওভালে শুরু হয়েছে পঞ্চম টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। প্রথম দিন মন্থর ব্যাটিং করল জো রুটের দল। দিনের শেষে তাঁদের রান ৭ উইকেটে ১৯৮। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ফর্মে ফিরলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। এই সিরিজে এর আগে বড় রান না পেলেও, আজ ৭১ রান করলেন তিনি। মইন আলিও (৫০) অর্ধশতরান করেন। ভারতের হয়ে ইশান্ত শর্মা ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নিয়েছেন। এই ম্যাচে ভারতীয় দলে দু’টি বদল হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বদলে রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পাণ্ড্যর বদলে হনুমা বিহারী দলে এসেছেন। এটাই হনুমার প্রথম টেস্ট ম্যাচ। এক ওভার বল করে তিনি এক রান দেন।