সাউদাম্পটন: কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলের চেয়ে বেশি সাহসের পরিচয় দিয়েছে ইংল্যান্ড। এটাই চতুর্থ টেস্টে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সাউদাম্পটন টেস্টে ৬০ রানে হেরে সিরিজে ৩-১ পিছিয়ে যাওয়ার পর এমনই মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘ওরা কঠিন পরিস্থিতিতে আমাদের চেয়ে বেশি সাহসী ছিল। লোয়ার-অর্ডারের ব্যাটসম্যানদের রান গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।’

স্যাম কুরানের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘কুরান এই সিরিজে ইংল্যান্ডের আবিষ্কার। জো (রুট) বলছিল, দেখে মনে না হলেও, এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা হাল ছাড়ব না। ওভালেও (পঞ্চম টেস্ট) আমরা একইরকম মানসিকতা নিয়ে খেলতে নামব।’