নয়াদিল্লি: ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড দল সমস্যায় পড়বে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। এই কিংবদন্তি ফিল্ডার বলেছেন, ‘ইংল্যান্ডের কাজটা কঠিন হতে চলেছে। ভারতে পাঁচটি টেস্ট খেলতে গেলে শরীর ও মনের উপর খুব চাপ পড়ে। কারণ, ভারতের পরিস্থিতি ইংল্যান্ডের ক্রিকেটারদের পক্ষে আরামদায়ক নয়। ফলে তাঁদের উপর চাপ বাড়বে।’


এবারের ভারত সফরে পাঁচটি টেস্ট ছাড়াও তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড। রাজকোটে ৯ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজ প্রসঙ্গে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ জন্টি বলেছেন, তিন টেস্টের সিরিজ হলে ইংল্যান্ডের সুবিধা হত। কিন্তু পাঁচ টেস্টের সিরিজে অ্যালেস্টার কুকের দলের লড়াই সহজ হবে না।

জন্টি এখন জুনিয়র টি-২০ লিগের মাধ্যমে প্রতিভা খোঁজার কাজ করছেন। তাঁর মতে, টি-২০ ক্রিকেট শুধু বিনোদনের জন্য নয়। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মতো অনেক ক্রিকেটারই সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে উঠে এসেছেন। টি-২০ ক্রিকেট দক্ষতা বাড়াতে সাহায্য করে। এর ফলে ক্রিকেটারদের উপকার হয়।