নয়াদিল্লি: ভারতীয় দলের ক্রিকেটার যুবরাজ সিংহর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ তুলেছিলেন ভ্রাতৃবধূ তথা একটি জনপ্রিয় টেলিভিশন শো-এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা। কিন্তু ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন যুবির বাবা তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিংহ। আকাঙ্খা যুবরাজের ভাই যোরাবর সিংহর স্ত্রী। কিন্তু এখন আর যোরাবর ও আকাঙ্খা একসঙ্গে থাকেন না।
আকাঙ্খার অভিযোগ প্রসঙ্গে যোগরাজ বলেছেন, ‘কী সব ফালতু বকছে ও? এটা একেবারেই বাজে কথা’।
যোগরাজ বলেছেন, ‘আমার চার সন্তান। তাদের কেউ মাদকাসক্ত নয়। যুবি ও আমার আরও তিন ছেলে সিংহর মতো। ওরা ঘাস খায় না..’।
যোগরাজ এসব আজেবাজে অভিযোগ না তুলে নিজের ব্যক্তিগত সমস্যা মেটানোর দিকে নজর দিতে আকাঙ্খাকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যে অভিযোগটা করেছে, তার আগে তো নিজের ঘর সামলানো উচিত।
উল্লেখ্য, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুন ফর্মে রয়েছেন যুবি। চারটি রঞ্জি ম্যাচে পাঁচটি শতরানের ইনিংস খেলেছেন তিনি। যদিও তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি। কিন্তু যোগরাজ মনে করেন, যুবির দলে ফেরাটা সময়ের অপেক্ষামাত্র। জাতীয় দলে যুবরাজের কামব্যাকের ক্ষেত্রে আকাঙ্খার অভিযোগ কোনও প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন যোগরাজ। তিনি জোরের সঙ্গে বলেছেন, ও দলে ফিরবেই এবং ভারতের হয়ে খেলবে।
যুবরাজ সিংহের মতো, ও ঘাস খায় না, মাদকাসক্তির অভিযোগ উড়িয়ে বললেন যোগরাজ
ABP Ananda, web desk
Updated at:
04 Nov 2016 01:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -