নয়াদিল্লি: একাদশ আইপিএলে খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। বল বিকৃতি কাণ্ডের জেরে ওয়ার্নারের বদলি হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিল ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। ৩১ বছর বয়সি ওয়ার্নারকে ২০১৮-র আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার মাঠে বল বিকৃতির জন্য দোষী সাব্যস্ত ত্রয়ীর অন্যতম অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যাটসম্যান ওয়ার্নারকে তাঁর ভূমিকার জন্য এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। যে কোনও নেতৃত্বের ভূমিকায় তিনি নিষিদ্ধ হয়েছেন।


আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়ার্নারের জায়গায় নথিভুক্ত ক্রিকেটারদের তালিকা থেকে ওপেনিং ব্যাটসম্যান হেলসকে কিনে নেওয়া হয়েছে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায়।
হেলসই আজ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান যিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করেছেন। আইসিসি টি-২০ আন্তর্জাতিকে সেরা ১০ জনের ক্রমতালিকায় ইংল্যান্ডের একমাত্র তিনিই আছেন।
২৯ বছর বয়সি হেলস মিডলসেক্স প্লেজ-এর। মুম্বই ইন্ডিয়ান্স-এর. ২০১৫র টিমে ছিলেন তিনি। পাশাপাশি বিগ ব্যাস লিগ, পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন।
বল বিকৃতিকাণ্ড নিয়ে শোরগোল ছড়িয়ে পড়তেই ওয়ার্নার সানরাইজার্স -এর অধিনায়কত্ব ছাড়েন। তাঁর পরিবর্তে এই সিজনে ওই টিমের নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অধিনায়ক তথা মিডল অর্ডার ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।