কার্ডিফ: ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে নিঃশর্তে বাংলাদেশ সফরে যাওয়ার বিষয়ে সম্মত হলেন মঈন আলি। শনিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কয়েকবার বাংলাদেশে গিয়েছেন। এবারও যদি দলে রাখা হয়, তাহলে তিনি অবশ্যই যাবেন। তিনি বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে খুশি।

 

এ বছরের জুলাই মাসে ঢাকার গুলশনে একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ২০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠিয়েছিল। সেই দলের রিপোর্ট পাওয়ার সফরের বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। অক্টোবর-নভেম্বরে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

 

ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান, উইকেটকিপার জনি ব্যারিস্টোরা এখনও বাংলাদেশে যাওয়ার বিষয়ে মনস্থির করতে পারেননি। তবে মঈন আলি মনে করছেন, এখন তাঁরা কোনও জায়গাতেই নিরাপদ নন। তাই বাংলাদেশে যেতে তাঁর আপত্তি নেই।