নয়াদিল্লি: জাতীয় দলের জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে গত জুনে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। সেই ম্যাচে অবশ্য ব্যাট হাতে রান পাননি। প্রথম ইনিংসে করেছিলেন ১৪। দ্বিতীয় ইনিংসে ২৭ রানে আউট হন। তারপর থেকেই জাতীয় দলের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়নি চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)।


আগামী মরশুমে সাসেক্সের (Sussex) হয়েই খেলবেন তিনি। তাঁর সঙ্গে পরের মরশুমের জন্যও চুক্তি সেরে ফেলল ইংলিশ কাউন্টির এই দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে ছিলেন তিনি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয় পূজারাকে। দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় দলে নেই তিনি।


ইংল্যান্ডের কাউন্টি টিম সাসেক্সের হয়ে দুর্দান্ত রেকর্ড পূজারার। ইংল্যান্ডের কাউন্টি ক্লাবকে নেতৃত্বও দিয়েছেন তিনি। সাসেক্সের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরিও করেন পূজারা। ২০২২ সালে সাসেক্সের হয়ে প্রথম মরশুমে ১০৯৪ রান করেছিলেন পূজারা। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। 


চলতি বছরও পূজারা তাঁর দারুণ ফর্ম বজায় রেখেছেন। তিনটি সেঞ্চুরি করেছেন। কাউন্টি দলটির তরফে একটি বিবৃতিতে সেখা হয়েছে, ”সাসেক্স ক্রিকেট অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, চেতেশ্বর পূজারা ফের আমাদের সঙ্গে চুক্তি করেছেন। বিদেশি খেলোয়াড় হিসেবে ড্যানিয়েল হিউজও ২০২৪ সালের জন্য চুক্তি করেছেন।” কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম সাতটি ম্যাচ খেলতে দেখা যাবে পূজারাকে। 


সাসেক্সের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হয়ে পূজারা বলেছেন, 'সাসেক্সে আমি আমার সময় খুব উপভোগ করেছি। শেষ কয়েকটা মরশুম আমি এখানে দারুনভাবে কাটিয়েছি। সাসেক্স পরিবারের সঙ্গে ফের যুক্ত হয়ে আমি খুব খুশি। দলের সঙ্গে যোগ দিতে আমি মুখিয়ে রয়েছি। দলের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে রয়েছি আমি।'


সাসেক্সের জার্সিতে ছন্দে ছিলেন পূজারা। দলের হয়ে ১৮ টি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮৬৩ রান। গড় ৬৪.২৪ । করেছেন আটটি শতরান এবং তিনটি হাফসেঞ্চুরি। প্রথম মরশুমে ডার্বিশায়ারের বিরুদ্ধে ২৩১ রান তাঁর সেরা ইনিংস। যেখানে কম হেইন্সের সঙ্গে জুটিতে তিনি করেছিলেন ৩৫১ রান। কাউন্টিতে বড় রান করলে কি পূজারার জন্য টিম ইন্ডিয়ার দরজা ফের খুলবে?


আরও পড়ুন: নীতীশ নন, নেতৃত্বে শ্রেয়সই, আইপিএল ২০২৪ মরশুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে