নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmeenpreet Kaur)। জানালেন, খেলার উপযুক্ত পরিস্থিতিই ছিল না। 


ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে বৃষ্টি হয়। হরমনপ্রীতের অভিযোগ, মাঠ ভিজে ছিল। সেই মাঠে খেলতে নেমে চোট লেগে যাওয়ার আশঙ্কাও ছিল। একপ্রকার জোর করেই ম্যাচ খেলতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।


হরমনপ্রীত বলেছেন, 'যতটা রান তোলা উচিত ছিল তা আমরা পারিনি। আমার মনে হয়েছে আমরা জোর করে খেলেছি কারণ ক্রিকেটের জন্য পরিস্থিতি একশো শতাংশ উপযুক্ত ছিল না। তবু বলব মেয়েরা নিজেদের সেরাটা দিয়েছে। চোট লেগে যাওয়ার আশঙ্কা থাকলেও ওরা মাঠে নামতে প্রস্তুত ছিল।'


 






ইংল্য়ান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। গতকাল গভীর রাতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২ দল। সেখানেই হরমনপ্রীতদের ৯ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ২৪ বলে ২৯ রানের ইনিংস খেলেন। মোট ৩টি বাউন্ডারি নিজের ইনিংসে হাঁকান বাঁহাতি দীপ্তি। তবে ফর্মে থাকা স্মৃতি মান্ধানা (২৩) ও শেফালি ভার্মা (১৪) বড় রান করতে পারেননি। ক্যাপ্টেন হরমনপ্রীত ১৫ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। রিচা ঘোষ ১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন। জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের ওপেনার সোফিয়া ডাঙ্কলি ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ১টি ছক্কা হাঁকান তিনি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন। এলিস ক্যাপসি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলেন।


আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি