সেন্ট পিটার্সবার্গ: ইউরো কাপে গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচে রাশিয়াকে ৩-০ উড়িয়ে দিয়ে অভিযান শুরু করল বর্তমানে ফিফা ক্রমতালিকায় এক নম্বরে থাকা বেলজিয়াম। কেন তাঁরা এক নম্বর, সেটা এই ম্যাচে বারবার বুঝিয়ে দিলেন রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডরা। ১০ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন লুকাকু। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান টমাস ম্যুনিয়ের। ৮৮ মিনিটে ফের গোল করেন লুকাকু। রাশিয়া এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেনি। এই নিয়ে বেলজিয়ামের হয়ে গত ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯ গোল হয়ে গেল লুকাকুর।


বেলজিয়াম-রাশিয়া ম্যাচের আগেই ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞা হারান ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। লুকাকু ও এরিকসেন একসঙ্গে ইন্টার মিলানের হয়ে খেলেন। তাঁদের ক্লাব দল এবার সিরি এ খেতাব জিতেছে। স্বভাবতই সতীর্থের শারীরিক অবস্থা নিয়ে লুকাকুর উদ্বেগ বেশি ছিল। তিনি প্রথম গোল করার পর ক্যামেরার সামনে ছুটে গিয়ে এরিকসেনের উদ্দেশে বলেন, ‘ক্রিস, ক্রিস, তোমাকে ভালবাসি’।


খেলা শেষ হওয়ার পর এই স্ট্রাইকার জানান, ‘খেলা শুরু হওয়ার আগে আমরা সবাই প্রচুর চোখের জল ফেলেছি। ম্যাচে মন দেওয়া খুব কঠিন ছিল। সবার জন্যই সময়টা খুব কঠিন ছিল। সবাই ক্রিশ্চিয়ানকে ভালভাবে চিনি, জানি। ওর জন্য সবারই চিন্তা হচ্ছিল। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওর দুটো ছোট সন্তান আছে। ওদের ওকে প্রয়োজন। আমাদের দলেও ওকে দরকার। দল জেতায় আমি খুশি কিন্তু এখন আমি শুধু ক্রিশ্চিয়ানের কথাই ভাবছি।’


ক্লাব দলের সতীর্থর জন্য উদ্বেগ থাকলেও, এই ম্যাচে লুকাকুরা অসাধারণ খেলেছেন। তাঁরা সহজেই জয় পেয়েছেন। রবার্তো মার্টিনেজের দলের সামনে কোনও বাধা হয়েই দাঁড়াতে পারেনি রাশিয়া। সারাক্ষণ বেলজিয়ামেরই দাপট ছিল। প্রথম ম্যাচেই অনায়াস জয় তুলে নিয়ে বাকি দলগুলিকে বার্তা দিয়ে রাখলেন লুকাকুরা। বিশ্বের এক নম্বর দল এবার ট্রফি জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছে।