সেন্ট পিটার্সবার্গ: প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল রাশিয়া। ফলে চলতি ইউরো কাপে গ্রুপ বি-র লড়াই জমে গেল। এখন বেলজিয়াম, রাশিয়া ও ফিনল্যান্ড, তিনটি দলেরই পয়েন্ট ৩। বেলজিয়াম অবশ্য একটি ম্যাচ খেলেছে। ডেনমার্ক এখনও পয়েন্ট পায়নি।
এদিনের ম্যাচে রাশিয়ার হয়ে একমাত্র গোল করেন অ্যালেকসেই মিরাচুক। প্রথমার্ধের শেষদিকে করা তাঁর বাঁ পায়ের শটে অসাধারণ গোলটাই ম্যাচের ফল গড়ে দিল। খেলার ৫ মিনিটের মাথায় ফিনল্যান্ডের হয়ে দুরন্ত হেডে গোল করে ফেলেছিলেন জোয়েল পোহানপালো। কিন্তু ভিডিও দেখে অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেন রেফারি। সেই সময় গোল বাতিল না হলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি।
এবারই প্রথম ইউরো কাপে খেলছে ফিনল্যান্ড। এর আগে তারা কোনওদিন বড়মাপের প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের ইউরোর প্রথম ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শুরুটা দারুণভাবে করে ফিনল্যান্ড। সেই ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন।
জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়ে গেল ফিনল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। তার আগে অবশ্য কাল বেলজিয়াম-ডেনমার্ক ম্যাচ। সেই ম্যাচের ফলের উপর এই গ্রুপের কোন দল কোন জায়গায় থাকবে, সেটা অনেকটা নির্ভর করছে।
এদিন রাশিয়া জয় পেলেও, উন্নতমানের খেলা উপহার দিতে পারেনি। প্রথমার্ধের খেলা তবু প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা খুব একটা ভাল হয়নি। বিশেষ করে ফিনল্যান্ড এদিন যা খেলল, তাতে বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের আশা কম। সেই তুলনায় রাশিয়ার পারফরম্যান্স কিছুটা ভাল। ফলে ডেনমার্কের বিরুদ্ধে জয়ের আশা রয়েছে রুশদের। তবে এই গ্রুপ থেকে কোন দলগুলি নক-আউটে যাবে, সেটা জানার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কাল যদি বেলজিয়াম জিতে যায়, তাহলে তারা নক-আউটে চলে যাবে। সেক্ষেত্রে বাকি তিনটি দলের মধ্যে লড়াই হবে।