সেভিয়া: চ্যাম্পিয়নরা ঠিক এভাবেই জ্বলে ওঠে। নক-আউটে যেতে হলে ইউরো কাপে গ্রুপ ই-র শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে জিততেই হত স্পেনকে। এই ম্যাচে ৫-০ গোলে জিতে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে নক-আউটে পৌঁছে গেল স্পেন। অন্য ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপের সেরা হল সুইডেন।
এদিন জিততেই হত স্পেনকে। শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপান আলভারো মোরাতা, সের্জিও বুসকেটসরা। ৩০ মিনিটে প্রথম গোল পায় স্পেন। এটি অবশ্য আত্মঘাতী গোল। মার্টিন দুব্রাভকার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর কিছু করতে পারেনি স্লোভাকিয়া। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান আইমেরিক লাপ্রোতে। এরপর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে স্পেন। ৫৬ মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন পাবলো সারাবিয়া। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। এরপর আরও একটি আত্মঘাতী গোল খায় স্লোভাকিয়া। এবার নিজেদের জালেই বল জড়িয়ে দেন জুরাজ কাকচা। ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হল স্পেন। স্লোভাকিয়া একটি ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
স্পেন সহজ জয় পেলেও, পোল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জিততে হল সুইডেনকে। পোল্যান্ডের হয়ে জোড়া গোল করে সুইডেনকে চাপে ফেলে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু শেষপর্যন্ত সুইডেনই জয় ছিনিয়ে নিল।
এদিনের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ২ মিনিটের মাথাতেই প্রথম গোল করেন অমিল ফর্সবার্গ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। এরপর ৫৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফর্সবার্গ। এরপরেই জ্বলে ওঠেন লেওয়ানডস্কি। তিনি ৬১ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান লেওয়ানডস্কি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষমুহূর্তে গোল করে সুইডেনকে জয় এনে দেন ভিক্টর ক্লাসন। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থাকল সুইডেন। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে পোল্যান্ড।