মিউনিখ: ইউরো কাপের ফাইনাল বলা হচ্ছে এই ম্য়াচকে। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্য়াচে যারা জিতবে, ট্রফিও হয়তো তাদের হাতেই শেষ পর্যন্ত শোভা পাবে।


শুক্রবার ভারতীয় সময় মাঝরাতে ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ধুন্ধুমার লড়াই। একদিকে ফিফা ব়্যাঙ্কিংয়ের র্শীষে থাকা বেলজিয়াম। অন্য়দিকে দুরন্ত ছন্দে থাকা ইতালি। যারা শেষ ৩১টি ম্যাচে অপরাজিত হয়ে নজির গড়েছে।


বেলজিয়ামের এই দলকে বলা হচ্ছে সেই দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল৷ গত বিশ্বকাপ থেকে শুরু করে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সে প্রমাণও তারা দিয়েছে৷ নক আউট পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বেলজিয়াম৷


তবে বেলজিয়াম শিবিরে উদ্বেগের খবর হল, চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত দলের সেরা দুই তারকা এডেন অ্যাজার ও কেভিন দি ব্রুইন৷ ইতালির বিপক্ষে মাঠে নামার আগে দুই মূল স্তম্ভ কতটা ফিট, সে বিষয়ে এখনও সংশয় রয়েছে৷


অন্যদিকে রবার্তো মানচিনির প্রশিক্ষণে দুরন্ত ছন্দে ইতালি। গ্রুপ পর্ব থেকেই নিজেদের দক্ষতা অনুযায়ী ফুটবল খেলে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছে৷ নক আউট পর্বে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা৷ আর গ্রুপ পর্বে তুরস্ক, সুইৎজ়ারল্যান্ড ও ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের সমার্থ্যের প্রমাণ দেন আজ্জুরিরা৷


ইতালি ও বেলজিয়াম এখনও পর্যন্ত ২৩ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ঈর্ষণীয় রেকর্ড ইতালির। মোট ১৪টি ম্যাচে জিতেছে আজ্জুরিরা। মাত্র ৫ ম্যাচে জিতেছে বেলজিয়াম। বাকি চার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের ইউরো কাপে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে বেলজিয়ামকে হারিয়েছিল ইতালি। তবে তারপর ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ইতালি। মানচিনির প্রশিক্ষণে নতুন করে স্বপ্ন দেখছে তারা।


কখন, কোথায় দেখবেন ম্যাচ: বেলজিয়াম বনাম ইতালি খেলা শুরু রাত ১২.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।