বাকু: ইউরো কাপে ডেনমার্কের রূপকথার অভিযান চলছে। শনিবার চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। গোল করলেন ডেলানি ও ডোলবার্গ।


ম্যাচের শুরুটা হয়েছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের আরোগ্য় কামনার মধ্যে দিয়ে। অভূতপূর্ব দৃশ্য দেখা গেল মাঠে। এরিকসেন জাতীয় দলের দশ নম্বর জার্সি পরে খেলতেন। দু'দলের জাতীয় সঙ্গীতের সময় মাঠে ডেনমার্ক পতাকার পাশাপাশি বিশালাকার এরিকসেনের নামাঙ্কিত দশ নম্বর জার্সি রাখা হয়েছিল। হবে না-ই বা কেন?


ড্য়ানিশ ডিনামাইটদের এবারের ইউরোর শেষ আটে ওঠাটা অনেকটা রূপকথার মতো। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফিনল্যান্ড। তার আগে পর্যন্ত টুর্নামেন্টের কালো ঘোড়া বা ডার্ক হর্স বলা হচ্ছিল ডেনমার্ককে। অথচ সবকিছু ওলট পালট হয়ে যায় ফিনল্যান্ডের বিরুদ্ধে। ম্য়াচের মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ম্যাচে হেরেও যায় ডেনমার্ক। গ্রুপ পর্বে তার পরের ম্যাচেও হেরে যায় ডেনমার্ক।


তাদের ঘুরে দাঁড়ানোর শুরু রাশিয়া ম্যাচ থেকে। সেটাই ছিল গ্রুপ পর্বে শেষ ম্যাচ আর নক আউটের টিকিট পেতে বড় ব্যবধানে জিততে হতো ড্যানিশদের। সেই ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ডেনমার্ক। সেই সঙ্গে আদায় করে নেয় শেষ ষোলোর টিকিট। প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে ডেনমার্ক।


শনিবার ম্যাচের শুরুতেই সেট পিস থেকে গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। ম্যাচের বয়স তখন ৫ মিনিট। কর্নার পেয়েছিল ডেনমার্ক। কর্নার থেকে ইনসুইঙ্গিং শট নেন স্ট্রাইগার। বক্সের মধ্যে সেই বল পান ডেলানি। নিখুঁত ও জোরাল হেড নেন তিনি। বল মাটিতে পড়ে তারপর ঢুকে যায় চেক প্রজাতন্ত্রের জালে। শুরুতেই এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ডেনমার্ক। প্রথমার্ধের শেষের দিকে ডোলবার্গ জোরাল ভলিতে ২-০ করেন। বিরতির পর প্যাট্রিক শিক গোল করে ব্যবধান কমালেও, তাতে লাভ হয়নি। খালি হাতেি ফিরতে হচ্ছে চেক প্রজাতন্ত্রকে।