নয়াদিল্লি:   এখন ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগের সরস ও তীর্যক ট্যুইট এবং মজাদার সোশ্যাল মিডিয়া পোস্ট প্রায়ই নজর কেড়ে নেয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৬ মিলিয়ন। ট্যুইটারে এই সংখ্যা ২১.৫ মিলিয়ন। সারা বিশ্বেরই ক্রিকেট অনুরাগীরা বীরুর সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ উপভোগ করেন। তা ওই পোস্টগুলিতে ফলোয়ারদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। এরইমধ্যে নজফগড়ের নবাবের একটি পোস্ট ফের নজর টেনেছে। শনিবার ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি ক্রিকেট অল স্টার টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের আয়োজন হয়েছিল আমেরিকায়। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিল সারা বিশ্বের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরগ্রহণকারী ক্রিকেটারদের দুটি দল। একটির দলের নেতৃত্বে ছিলেন সচিন তেন্ডুলকর এবং অন্য দলটির নেতৃত্বে ছিলেন শেন ওয়ার্ন। সহবাগ ছিলেন সচিনের দলে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, সহবাগ স্টাইক করছেন এবং তাঁকে বল করতে আসছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী বোলার অ্যালান ডোনাল্ড। সহবাগ ক্রিজে যথারীতি ভয়ডরহীন মেজাজেই। ডোনাল্ড যখন বল করতে আসছে, তখন সহবাগ গুনগুনিয়ে গান করছেন। 'আজব প্রেম কি গজব কাহানি' সিনেমার জনপ্রিয় গান 'ক্যায়সে বতায়ে কিউ তুঝকো চাহেঁ'... গান গাইছেন সহবাগ। তারপরই যা ঘটল তা বেশ মজাদার। গান গাইলেও বীরুর মনোযোগে এতটুকু ব্যাঘাত ঘটেনি। গান গাইতে গাইতেই ডোনাল্ডের বল উড়িয়ে দিলেন বাউন্ডারির ওপারে।



এই ভিডিও ২০১৫-র ক্রিকেট অল স্টারস টুর্নামেন্টের। টি ২০ এই সিরিজে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার। সচিনের দলেও ছিলেন নামী কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। তবে সচিনের দল ওই সিরিজে ৩-০ হেরেছিল। যাইহোক, পুরো সিরিজই ছিল অনুরাগীদের জন্য বেশ বিনোদনমূলক।
সোশ্যাল মিডিয়ায় মজাদার ট্যুইট ও সরস ইনস্টাগ্রাম পোস্টের জন্য পরিচিত সহবাগ। দেখে নেওয়া যাক, তাঁর কিছু পোস্ট।









৪২ বছরের সহবাগ ভিডিও পোস্ট করে লিখেছেন, ব্যাটিং করার সময় প্রায়ই মনে হত যে, কোনও কনসার্টে পারফর্ম করছি, আর তা শুধু নিজের জন্য। জীবনে নিজের নিয়ম মেনে মজা করে চলো..জীবনের ছন্দে গাইতে গাইতে চলো।
মাঠের বাইরে সহবাগের ব্যক্তিত্বও বেশ আকর্ষণীয়। সেজন্য সারা বিশ্বজুড়েই রয়েছে তাঁর ফ্যান ফলোয়িং।