করাচি:সচিন তেন্ডুলকরের সঙ্গে বিগত কিছু সময় ধরেই তুলনা করা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সমস্ত ফরম্যাটেই তাঁর ধারাবাহিকতা ও রান করার ক্ষমতার জন্য অনেকেই মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনে সুবিশাল রেকর্ড কেউ ভাঙতে পারলে, তা একমাত্র কোহলিই।
রান তাড়া করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ও সীমিত ওভারের ক্রিকেটে ফাস্ট বোলারদের বিরুদ্ধে দাপটের কারণে ইয়ান চ্যাপেলের মতো প্রাক্তন গ্রেটরা কোহলির সঙ্গে ভিভ রিচার্ডসেরও তুলনা করেছেন। অস্ট্রিলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের সঙ্গে বরাবরই তাঁর তুলনা করা হয়। এবার কোহলির কেরিয়ারে নয়া অধ্যায় জুড়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক আমির সোহেল। তিনি পাকিস্তানের প্রাক্তন দাপুটে ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদের সঙ্গে তুলনা টানলেন কোহলির।
পাকিস্তানের অন্যতম সফল ওপেনার সোহেল বলেছেন, মিয়াঁদাদ দলের ক্রিকেটারদের প্রেরণা দিতেন, যাতে তারা ভাল পারফর্ম করতে পারে। কোহলিও সেই কাজটাই করেন।
সোহেল বলেছেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বড় খেলোয়াড়রা নিজেকে কীভাবে মেলে ধরেন। অনেকেই আসাধারণ খেলোয়াড়। কিন্তু তা দলের কোনও কাজে আসে না। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাস দেখলে, গ্রেটদের মধ্যে সবার আগে যে নামটা আসে, তিনি হলেন জাভেদ মিঁয়াদাদ। তাঁর গ্রেটনেস নিয়ে এখনও আলোচনা হয়, কারণ তিনি দলের বাকিদের খেলার মানও বাড়িয়ে দিতে পারতেন। তাঁর সঙ্গে লম্বা পার্টনারশিপ করলে কোনও ব্যাটসম্যান অনেক কিছুই শিখতে পারত। সেই সঙ্গে থাকত অনুপ্রেরণা, যা কোনও খেলোয়াড়কে উন্নতি করতে সাহায্য করত। বিরাট কোহলিও এই কাজটা খুব ভালো করেন। কোহলির প্রসঙ্গে বলা যায় যে, ওর সঙ্গে প্রত্যেক খেলোয়াড়েরই পারফরম্যান্সের উন্নতি হয়। সেজন্যই গ্রেটের তকমা পেয়েছে কোহলি।
মিঁয়াদাদ পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট ও ২৩৩ একদিনের ম্যাচ খেলেছেন। দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। টেস্টে ৫২.৫৭ গড়ে ৮৮৩২ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ৪১.৭০ গড়ে ৭৩৮১ রান করেছেন।
অন্যদিকে, কোহলি ইতিমধ্যেই ৭০ টি আন্তর্জাতিক শতরান ও ২১ হাজারের বেশি রান করেছেন। টেস্টে তাঁর রান ৭২৪০, একদিনের আন্তর্জাতিকে ১১৮৬৭ এবং টি ২০ তে ২০২১। তিনটি ফরম্যাটেই তাঁর গড় ৫০-এর বেশি।
কোহলি কেন গ্রেট তার ব্যাখ্যা দিতে গিয়ে সোহেল বলেছেন, প্রথমের দিকে ও ছিল আগ্রাসী, উদ্ধত। খুব শীঘ্রই ও পেশাদার ও ব্যক্তিগত জীবন আলাদা করার প্রয়োজনীয়তা বুঝতে পেরে যায়। এটা ওকে দারুণ সাহায্য করেছে।
এবার কোহলির সঙ্গে জাভেজ মিঁয়াদাদের তুলনা করলেন প্রাক্তন পাক ওপেনার আমির সোহেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 09:28 PM (IST)
সচিন তেন্ডুলকরের সঙ্গে বিগত কিছু সময় ধরেই তুলনা করা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সমস্ত ফরম্যাটেই তাঁর ধারাবাহিকতা ও রান করার ক্ষমতার জন্য অনেকেই মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনে সুবিশাল রেকর্ড কেউ ভাঙতে পারলে, তা একমাত্র কোহলিই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -