জোহানেসবার্গ: ২০১০ সালে ইডেনে অভিষেক টেস্টেই শতরান করা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান আলভিরো পিটারসেনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মের একাধিক ধারা লঙ্ঘন করেছেন পিটারসেন। তাঁকে ১৪ দিনের মধ্যে এই অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পিটারসেন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন পিটারসেন। তিনি গ্ল্যামারগন, এসেক্স, সমারসেটের মতো কাউন্টি দলে খেলেছেন। এখন তিনি দক্ষিণ আফ্রিকার দল হাইভেল্ড লায়ন্সের অধিনায়ক। তাঁর বিরুদ্ধে গত বছর ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় ম্যাচ গড়াপেটার অভিযোগ আনা হয়েছে।
২০০০ সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে, হার্সেল গিবস, নিকি বোয়ে ও পিটার স্ট্রাইডমের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় ক্রিকেটদুনিয়ায় ঝড় উঠেছিল। তারপরেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট গড়াপেটার কলঙ্কমুক্ত হয়নি। পিটারসেনের বিরুদ্ধে যে প্রতিযোগিতায় গড়াপেটার অভিযোগ উঠেছে, সেই প্রতিযোগিতাতেই গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার দায়ে এ বছরের গোড়ায় গুলাম বোদি, জিন সাইসম, পুমেলেলা মাতশিকবে, এঠি এমভালাতি ও টামি সোলকাইলকে নির্বাসিত করা হয়েছে। পিটারসেনের জন্যও হয়তো একই সাজা অপেক্ষা করছে।
আলভিরো পিটারসেনের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2016 12:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -