মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দেখার জন্য মুখিয়ে আছেন শান্তাকুমারন শ্রীশান্ত। ২০১৩ সালে আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার দায়ে আজীবন নির্বাসিত হওয়া এই ক্রিকেটার বলেছেন, ‘ধোনি একজন মহান অধিনায়ক। তাঁর জীবনের গল্প নিশ্চিতভাবেই অসাধারণ। এই ছবি দেখতে চাই আমি।’
ধোনির নেতৃত্বে বেশ কিছুদিন ভারতীয় দলের হয়ে খেলেছেন শ্রীশান্ত। তিনি ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ধোনির বায়োপিকে সেই ঘটনা কীভাবে দেখানো হয়েছে, তা দেখার অপেক্ষায় রয়েছেন শ্রীশান্ত।
নীরজ পাণ্ডে পরিচালিত এবং সুশান্ত সিংহ রাজপুত, অনুপম খের অভিনীত ধোনির বায়োপিক মুক্তি পেতে চলেছে ৩০ সেপ্টেম্বর। শ্রীশান্ত বলেছেন, ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্তের সঙ্গে তাঁর কথা হয়েছে। সুশান্ত তাঁকে অবশ্যই এই ছবি দেখতে বলেছেন।
ধোনির বায়োপিক দেখতে মুখিয়ে আছেন শ্রীশান্ত
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2016 11:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -