নয়াদিল্লি: ১৫ জনের দলে না থাকলেও, বিশ্বকাপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পেলেন ঋষভ পন্থ ও অম্বাতি রায়াডু। পেসার নবদীপ সাইনিকেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আজ বিসিসিআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
সোমবার বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। পন্থের বদলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিকের সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পন্থ বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন সুনীল গাওস্কর। গৌতম গম্ভীর আবার রায়াডুর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অঘটন ছাড়া ঘোষিত ১৫ সদস্যের দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বিসিসিআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই এবার বিশ্বকাপের জন্যও আমরা তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছি। প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে যথাক্রমে ঋষভ পন্থ ও অম্বাতি রায়াডুকে। এই তালিকায় একমাত্র বোলার সাইনি। কোনও ক্রিকেটার চোট পেলে এই তিনজনের মধ্যে কেউ দলে ঢুকবে।’
সোমবার দল ঘোষণার সময় প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ রায়াডুর বদলে বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া প্রসঙ্গে বলেন, শঙ্করের ‘ত্রিমাত্রিক’ গুণ আছে। প্রসাদের এই মন্তব্যকে কটাক্ষ করে রায়াডু ট্যুইট করেন, ‘বিশ্বকাপ দেখার জন্য ত্রিমাত্রিক চশমার অর্ডার দিয়েছি।’ তবে এখনও তাঁর বিশ্বকাপ খেলার ক্ষীণ সম্ভাবনা থাকল।
বিশ্বকাপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় ঋষভ পন্থ, অম্বাতি রায়াডু
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2019 03:59 PM (IST)
পেসার নবদীপ সাইনিকেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -