কলম্বো: গত বছর অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে পৃথ্বী শ। মাঝের সময়টা নিজের ব্যাটিংয়ে ভুল শুধরে দারুণভাবে ফিরে এসেছেন মুম্বইয়ের এই তরুণ তারকা। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে টুর্নামেন্টে মোট ৮২৭ রান করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও নজরকাড়া পারফরম্যান্স।


আসন্ন শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলে রয়েছেন পৃথ্বী। জাতীয় দলের প্রথম একাদশে ঢোকার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সিরিজের আগে পৃথ্বী তাঁর প্রত্যাবর্তনের পুরো কৃতিত্বই দিচ্ছেন রাহুল দ্রাবিড়কে। প্রাক্তন ভারত অধিনায়ক এই সিরিজে ভারতের কোচের দায়িত্বে। এর আগেও একসঙ্গে কাজ করেছেন দু’জন।


পৃথ্বী বলেন, ‘রাহুল স্যারের অধীনে খেলা সত্যিই আলাদাই মজা। উনি আমাদের অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন। তিনি যেভাবে আমাদের আগলে রাখেন, যেভাবে তাঁর অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন তা এককথায় অনবদ্য। যখনই আমরা ক্রিকেট নিয়ে কথা বলি, তখনই অনেক কিছু জানতে পারি, শিখতে পারি আমরা। ক্রিকেটের সব ব্যাপারে অগাধ জ্ঞান তাঁর। পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয় চাপের মুখে তা রাহুল স্যারই আমাদের শিখিয়ে দেন। যতবার ওনার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছি, ততবারই উপকৃত হয়েছি।’


ডোপিংয়ের জন্য নির্বাসনের মুখে পড়তে হয়েছিল পৃথ্বীকে। সেই সময় হতাশা ক্রমাগত গ্রাস করছিল এই তরুণ ক্রিকেটারকে। খারাপ সময়ও দ্রাবিড়ই যে তাঁকে ভরসা জুগিয়েছিলেন সে কথা জানিয়েছেন পৃথ্বী। তবে সতীর্থদের ড্রেসিংরুমে যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবার থেকে, তাও মনে করিয়ে দিচ্ছেন পৃথ্বী। তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড় মানেই অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যক্তি। তিনি থাকা মানেই ড্রেসিংরুমে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখতে হবে। দেশের জার্সিতে কামব্যাক করার জন্য আমি মুখিয়ে ছিলাম। রাহুল স্যারকে পাশে পেয়েছি বলেই তা সম্ভব হয়েছে।’


আগামী ১৩ জুলাই প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারত- শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল।