নয়াদিল্লি: কে এল রাহুল ও ঋষভ পন্থ উইকেটকিপার হিসেবে কাজ চালিয়ে দিলেও, ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অভাব বোঝা যাচ্ছে বলে জানালেন চায়নাম্যান কুলদীপ যাদব। তিনি একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘মাহিভাই ভারতীয় দলকে অনেককিছু দিয়েছেন। তিনি অভিজ্ঞতা দিয়েও দলকে সাহায্য করেন। তাই তাঁর মতো খেলোয়াড় না খেললে অভাব বোঝা যাবেই। রাহুল, পন্থ ভাল খেলছে। ওরা তরুণ খেলোয়াড়। ওরা দু’জনেই ভাল কিপিং করছে। সেক্ষেত্রে খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না। কিন্তু মাহিভাইয়ের অনুপস্থিতি বোঝা যাচ্ছে।’


গত বছরের বিশ্বকাপের পর ভারতীয় দলে ধোনির বিকল্প হিসেবে দেখা হচ্ছিল পন্থকে। কিন্তু এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান বারবার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন। উইকেটকিপার হিসেবেও তিনি খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারেননি। সেই কারণে রাহুলকে উইকেটকিপার হিসেবেও ব্যবহার করেছেন বিরাট কোহলি। তবে ধোনির অভাববোধ করছেন কুলদীপ।

নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলার সুযোগ পাননি কুলদীপ। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার সুযোগ পেতে পারেন এই স্পিনার। এরপর আইপিএল-এ খেলবেন তিনি। টি-২০ বিশ্বকাপের দলেও তাঁর থাকার সম্ভাবনা উজ্জ্বল। এই তরুণ জানিয়েছেন, তিনি তৈরি।