মুম্বই: ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলেন কুস্তিগীর খাশাবা যাদব। তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই ঐতিহাসিক পদকই এবার নিলামে উঠতে চলেছে। মহারাষ্ট্র সরকার ২০০৯ সালে খাশাবার নামে একটি কুস্তি অ্যাকাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। সেই কারণে অ্যাকাডেমির খরচ তুলতেই এই পদক নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন খাশাবার পরিবারের লোকেরা।

খাশাবার পুত্র রঞ্জিত বলেছেন, ‘এই পদক নিলামে তোলার সিদ্ধান্ত বেদনাদায়ক। কিন্তু আমাদের কাছে এছাড়া কোনও উপায় নেই। রাজ্য সরকার ২০০৯ সালে জলগাঁওতে একটি প্রতিযোগিতা চলাকালীন তৎকালীন ক্রীড়ামন্ত্রী দিলীপ দেশমুখ বলেছিলেন, সাতারায় আমার প্রয়াত বাবার নামে একটি জাতীয় স্তরের অ্যাকাডেমি গড়ে তোলা হবে। কিন্তু আট বছর কেটে গেলেও, এখন এই অ্যাকাডেমি দিনের আলো দেখল না। ২০১৩ সালের ডিসেম্বরে এই অ্যাকাডেমির জন্য ১.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু তারপরেও কোনও কাজ হয়নি।’

দেশকে অলিম্পিকের আসর থেকে ব্যক্তিগত বিভাগে প্রথম পদক এনে দিলেও, খাশাবা কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও সম্মান পাননি বলে তাঁর পরিবারের অভিযোগ। ১৯৮৪ সালে তাঁর মৃত্যু হয়। এর ১৬ বছর পরে তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। এই বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রঞ্জিত।