নয়াদিল্লি: দেশের জন্য অলিম্পিক্সে পদক জিতেছেন। হকিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু প্যারিসে অলিম্পিক্সের মঞ্চে ব্রােঞ্জ জয়ী ভারতীয় হকি প্লেয়ারদের নাকি চিনতেই পারেননি সেখানকার ভারতীয় সমর্থকরা। প্য়ারিস থেকে পদক জিতে দেশে ফেরার সময় এক অদ্ভুত ঘটনার সম্মুখি হয়ে রীতিমত লজ্জিত হয়ে যান ভারতীয় হকি প্লেয়াররা। সেই ঘটনার কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় হকি দলের প্লেয়ার হার্দিক সিংহ।
দেশের ফেরার পর থেকেই চারিদিকে সংবর্ধিত হয়েছেন ভারতীয় হকি দলের প্লেয়াররা। টোকিওর পর প্যারিসেও হকিতে ব্রোঞ্জ জিতেছেন হার্দিক সিংহ। এক সাক্ষাৎকারে ভারতীয় হকি দলের তারকা প্লেয়ার বলছেন, ''আমি আমার নিজের চোখে দেখেছি প্যারিস বিমানবন্দরে একটি ঘটনা। আমি ছিলাম, হরমনপ্রীত সিং ছিল, আরও ৫-৬ জন প্লেয়ার ছিলাম সেখানে। অলিম্পিক্স খেলে ফিরছিলাম। ওখানে ডলি চাওয়ালাও ছিল। সেখানে এত মানুষ, কিন্তু বিমানবন্দরে কেউ আমাদের চিনতেই পারল না, সবাই ডলি চাওয়ালার সঙ্গে ছবি তুলছিল। আমরা নিজেদের মুখের দিকে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। মানে নিজেরাই লজ্জায় পড়ে গেছিলাম বিষয়টি দেখে। হরমনপ্রীত দেড়শোর ওপর গোল রয়েছে, মনদীপেরও একশোর ওপর গোল রয়েছে। একজন ক্রীড়াবিদের জীবনে সমর্থকরা যখন তাঁদের পাশে থাকে। এর থেকে বড় আর কিছুই হয়না।''
হার্দিকের আক্ষেপ যে এই দেশের মানুষ ডলি চাওয়ালাকে চেনেন, কিন্তু অলিম্পিক্স পদকজয়ী হকি প্লেয়ারদের চিনতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ডলি চাওয়ালাকে নিয়ে যেভাবে মাতামাতি করছিলেন সমর্থকরা তা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন হার্দিকরা। উল্লেখ্য, একটি চায়ের ঠেলা নিয়ে বসা ডলির দোকানে একদিন বিল গেটস এসেছিলেন। এরপর ডলির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিল গেটস। এরপরই চাওয়ালার জীবন বদলে যায়। ডলি চাওয়ালা বর্তমানে একজন সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। তাঁর সোশ্য়াল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার। কিন্তু একজন সোশ্য়াল মিডিয়ার জনপ্রিয়তা পাওয়া ব্যক্তির জন্য যেভাবে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে উপেক্ষিত হতে হয়েছিল, তা অবাক করে দিয়েছিল হার্দিকদের।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সের তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে স্পেনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্য়াচে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত। অধিনায়ক হরমনপ্রীত দুটো গোলই করেন।
আরও পড়ুন: দেখা মিলেছে রোদের, সরেছে কভারও, কানপুর টেস্টে তৃতীয় দিনের খেলা হবে তো?