রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রিকেটারের যে অসংখ্য অনুরাগী রয়েছে, তা সবারই জানা। তাঁকে ঘিরে অনুগামীদের উন্মাদনা লেগেই থাকে। কখনও কখনও তা মাত্রা ছাড়িয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটল রাঁচিতে ধোনির বাড়ি ফেরার সময়।

রাঁচির বীরসা মুন্ডা বিমানবন্দরে নাছোড়বান্দা এক তরুণী ধোনির গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে গেলেন।

ঝাড়খণ্ডের হয়ে কলকাতায় বিজয় হজারে ট্রফিতে খেলার পর দলের সঙ্গে গত মঙ্গলবার রাঁচিতে ফেরেন ধোনি।

মাহির ওই ফ্যান বিমানেই ছিলেন। সেখানেই তিনি ধোনিকে দেখতে পান। এরপর বিমানবন্দরে অবতরণের পর তিনি ধোনির পিছু ধাওয়া করেন। কিন্তু কাছে ঘেঁষতে না পেরে বিমানবন্দরের বাইরে ক্যাপ্টেন কুলের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। মাহির একটা অটোগ্রাফ বা তাঁর সঙ্গে সেলফি তুলতে আকূল ওই অনুরাগীর সাধ অবশ্য পূর্ণ হয়নি।

নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তিতে তাঁর হাতের ব্যাগ রাস্তাতেই পড়ে যায়। ধোনির গাড়ি ওই হ্যান্ডব্যাগ মাড়িয়ে চলে যায়।  গাড়ি পেরিয়ে যাওয়ার পর ধোনি জানালা দিয়ে মুখ বের করে সব কিছু ঠিক রয়েছে কিনা, তা দেখার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত বছরও বাড়ি থেকে রাঁচি বিমানবন্দরে আসার পথে ধোনির গাড়ি অনুসরন করেন এক ফ্যান। শেষপর্যন্ত ধোনি ওই অনুরাগীর সেলফি তোলার সাধ পূর্ণ করেছিলেন।