কুয়ান্তান (মালয়েশিয়া): প্রথম ম্যাচে জাপানকে ১০ গোল দেওয়ার পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করল ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারতের। তার আগে এদিনের পারফরম্যান্স ভারতের কোচ রোল্যান্ট অল্টম্যান্সকে কিছুটা চিন্তায় রাখবে।


বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ভারতকে এদিন কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাঁচ ধাপ পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। ১১ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত। এই সময় অধিনায়ক তথা গোলকিপার পি আর শ্রীজেশ রুখে না দাঁড়ালে আরও গোল হজম করতে হত ভারতকে। ৩৩ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ললিত উপাধ্যায়।

এশিয়ার দেশগুলির মধ্যে ভারতই এই মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সবার আগে। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতায় শ্রীজেশরাই ফেভারিট। দুটি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট চার। পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজক ম্যাচের আগে শ্রীজেশরা আত্মবিশ্বাসী। উরি হামলার পরিপ্রেক্ষিতে এই ম্যাচের তাৎপর্য অন্যরকম। ভারতের ক্রীড়াপ্রেমীদের আশা, পাকিস্তানকে হারিয়ে নিহত সৈনিকদের জয় উৎসর্গ করবেন শ্রীজেশরা।