নয়াদিল্লি: ভারতের একদিনের দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ সম্পর্কে যে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ, তাতে ক্ষুব্ধ ধোনির ভক্তরা। তাঁরা ট্যুইটারে আক্রমণ করেছেন প্রসাদকে।





সোমবার প্রসাদ বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দল বাছাই করার সময় ধোনির ভবিষ্যৎ নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে ধোনি যদি ভাল পারফরম্যান্স দেখাতে না পারেন, তাহলে তাঁর বিকল্প নিয়ে ভাববেন তাঁরা। প্রসাদের এই মন্তব্যেই চটেছেন ধোনির ভক্তরা।


শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রাখা হয়নি যুবরাজ সিংহকে। তাঁকে ২০১৯ সালের বিশ্বকাপের দলে ভাবা হচ্ছে না বলেই জানিয়েছেন প্রসাদ। তিনি আরও বলেছেন, ধোনি যদি পারফর্ম করতে না পারেন, তাহলে তাঁর বিকল্প নামও ভাবা হবে। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের কথা উল্লেখ করে ব্যঙ্গ করছেন ধোনির ভক্তরা।