দেশে ফিরে বিদ্রুপের মুখে আজহার আলি
Web Desk, ABP Ananda | 28 Jan 2017 08:08 PM (IST)
করাচি: অস্ট্রেলিয়া সফরে হারের পর দেশে ফিরে বিমানবন্দরেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক আজহার আলি। তিনি লাহৌর আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বেরোতেই বহু মানুষ ঘিরে ধরে বিদ্রুপ করতে থাকেন। সবাই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। ঘুরে দাঁড়ালেও, বচসায় না জড়িয়ে গাড়িতে উঠে পড়েন আজহার। নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টেই হেরে যায় পাকিস্তান। তার মধ্যে একটি টেস্টে অধিনায়ক ছিলেন আজহার। এরপর অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টেই হেরে যায় পাকিস্তান। একদিনের সিরিজের ফল হয় ৪-১। যে ম্যাচটিতে জয় পায় পাকিস্তান, চোটের জন্য সেই ম্যাচে খেলেননি আজহার। দলের এই হতাশাজনক পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের মতোই ক্ষুব্ধ পিসিবি কর্তারা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে আজহারের অধিনায়কত্ব হারানো সময়ের অপেক্ষা।