বার্সেলোনা: টানা হার। খারাপ পারফরম্যান্স। যার জন্য এবার বার্সেলোনার কোচের দায়িত্ব হারালেন রোনাল্ডে কোম্য়ান। বুধবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ১-০ হারতে হয়েছে কাতালান ক্লাবিটকে। এর আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে হারতে হয়েছিল। তারপরই কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। সের্খিয়ো আগুয়েরোদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন বার্সা ফুটবলার জাভি হার্নান্ডেজ।


এই নিয়ে হারের হ্যাটট্রিক করল বার্সা। রিয়াল ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধেও হারতে হয়েছিল। নিজেদের ঘরের মাঠে এদিন নেমেছিল রায়ো ভায়োকানো। চেনা পরিবেশের সুবিধে তুলে ৩০ মিনিটের মাথায় রাদামেল ফালকাওয়ের গোলে এগিয়ে যায় তারা। সেই পিছিয়ে পড়ার চাপ সামলে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সা। মাঝে একবার পেনাল্টির সুযোগ পেয়েছিলেন মেম্ফিস দেপাই।


এদিকে ম্যাচে হারের পরই কোম্যানের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই ডাচ কোচের পরিবর্ত হিসেবে বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের নাম ভেসে আসছে। আবার বার্সায় খেলা জাভি হার্নান্ডেজই যদিও দৌড়ে এগিয়ে। আবার অ্যান্তোনিও কন্তের নামও উঠে আসছে। 


দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে পেয়ে প্যারিস সাঁ জাঁ-র দল শক্তিশালী হয়েছে। অন্যদিকে, মেসি দল ছাড়ায় বার্সা এখন অনেকটাই হীনবল হয়ে পড়েছে। কয়েক বছর আগেও বার্সেলোনার তিন প্রধান অস্ত্র ছিলেন মেসি, জাভি ও ইনিয়েস্তা। এই তিন ফুটবলার দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ইনিয়েস্তা ও জাভি আগেই বার্সা ছেড়েছেন। এবার মেসিও দল বদলালেন।


মেসি দল ছাড়ায় বার্সা সমর্থকরা যেমন হতাশ, তেমনই কোচ রোনাল্ড কোম্যানও অসহায় বোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন বিপক্ষ দল আমাদের ভয় পেত। আমি একই কথা বারবার বলতে চাই না, কিন্তু আমরা বিশ্বের সেরা ফুটবলারের বিষয়ে কথা বলছি। মেসি দলে থাকলে বিপক্ষ দল সবসময় ভয়ে থাকে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। মেসিকে পাস দিলে ও সাধারণত বলের দখল হারায় না। ওঁর অভাব বোধ করছি আমরা। সবাই সেটা জানি কিন্তু কিছু করার নেই।’