পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহা, কলকাতা : গোপনীয়তার পরিসরে স্পাইওয়ারের হানা? দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে একটি নাম। পেগাসাস। ফোন হ্যাকিংয়ের অভিযোগে বিরোধীদের কাঠগড়ায় মোদি সরকার!
তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পেগাসাসের মতো অত দামী স্পাইঅয়্যার না হলেও চলবে, তার চেয়ে কমজোরি স্পাইওয়্যার ব্যবহার করেই, আপনার অজান্তে, আফনার স্মার্টফোন থেকে চুরি হয়ে যেতে পারে তথ্য! আর শুধু তথ্যই নয়। আপনার ফোনের ক্যামেরাও চলে যাবে হ্যাকারদের কব্জায়!

অজান্তেই, আপনার মোবাইল ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কী কথা বলছেন, সব দেখতে পাবে হ্যাকাররা।
আপনি আইফোন ব্যবহার করুন বা অ্যান্ড্রয়েড। 

আরও পড়ুন : 


অনলাইনে লেনদেন করতে গেলেই আতঙ্ক? হ্যাকার ফোবিয়া কাটাবেন কী করে?


বিশেষজ্ঞরা বলছেন, সব বাধা অতিক্রম করে আমার-আপনার মোবাইল ফোনে হানা দিতে পারে স্পাইওয়্যার! বা মেসেজ পাঠিয়ে মোবাইল হ্যাক করাই নয়, বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই হ্যাকিংয়ের প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। 


সাইবার বিশেষজ্ঞ  সাম্যজিৎ মুখোপাধ্যায় জানাচ্ছেন, পেগাসাস আপনার ফোনে সিঁধ কাটতে পারে একটি মিসড কল বা মেসেজ পাঠিয়েই ! এর বেশি কিছু করতে হবে না। সিমের দখল পেয়ে যাবে স্পাইওয়্যার। 


কীভাবে বুঝবেন, আপনার মোবাইল ফোন স্পাইওয়ারের শিকার হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ সফটওয়ারের মাধ্যমে স্পাইওয়্যার হানার বিষয়টি জানা সম্ভব। 


উদ্বেগের বিষয় হল, পেগাসাস নিজের ফ্রুট-প্রিন্ট ছাড়ে না!৬ মাস আগে যদি মোবাইলে পেগাসাস ঢুকে থাকে, তা ধরা সম্ভব নয়। একমাত্র NSO’র কাছেই এই তথ্য থাকে। একমাত্র ফরেন্সিক পরীক্ষা করলে, পেগাসাসের শিকার হওয়ার বিষয়টি বোঝা যায়।


স্পাইওয়্যারের মাধ্যমে যেভাবে মোবাইল ফোনের সূত্র ধরে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হানা দেওয়ার অভিযোগ উঠছে, তা ভয়ঙ্কর ও বিপজ্জনক! যে কোনও মুহূর্তে, যে কোনও ব্যক্তির ব্যক্তিগত গোপন জীবন, এক্কেবারে প্রকাশ্যে চলে আসতে পারে!!!! এর হাত থেকে মুক্তি দেবে কে?