কটক: ফের ডার্বির রঙ সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে ফেড কাপের ফাইনালে মোহনবাগান। শিলিগড়ির পর এবার কটকেও বাগানের হাতে লাল হলুদ বধ। এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় দু’পক্ষ। দু’তরফেই বেশ কিছু সুযোগ নষ্ট হয়। শেষ পর্যন্ত ডেডলক ভাঙল ৩৫ মিনিটে। সনি নর্দের ক্রস থেকে ব্যাকপাস করেন বলবন্ত। দুরন্ত হেডারে গোল ডারেল ডাফির। দ্বিতীয়ার্ধে বলবন্ত ম্যাজিক। ৮৩ মিনিটে কাটসুমির পাস থেকে দুরন্ত গোল বলবন্তের। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের রফিক, প্লাজা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় বাগানের। ফাইনালে তাদের সামনে বেঙ্গালুরু। অন্য সেমিফাইনালে এদিন ১-০ গোলে আই-লিগ চ্যাম্পিয়ন আইজল এফসিকে হারিয়ে দেয় বেঙ্গালুরু এফসি।