পুণে: কিংস ইলেভেন পঞ্জাবকে সহজেই হারিয়ে চতুর্থ দল হিসেবে আইপিএল-এ প্লে-অফে পৌঁছে গেল রাইজিং পুণে সুপারজায়ান্ট। ১৪ ম্যাচে স্টিভ স্মিথের দলের পয়েন্ট ১৮। ফলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল পুণে। কোয়ালিফায়ার ওয়ানে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে পুণে। অন্যদিকে, এলিমিনটরে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ।

প্লে-অফে যাওয়ার জন্য এই ম্যাচে দু দলেরই জয় দরকার ছিল। টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান স্মিথ। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। ১৫.৫ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। শার্দুল ঠাকুর তিনটি এবং জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান দুটি করে উইকেট নেন। মাত্র ১২ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পুণে। অজিঙ্ক রাহানে ৩৪ রানে অপরাজিত থাকেন।