লিগামেন্টের সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই দেশে ফেরেন স্মিথ। এরপর তাঁর অস্ত্রোপচার হয়।
তারপর এই প্রথম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার অনুশীলন করলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে স্মিথ বলেছেন, অনুশীলনে ফিরতে পেরে ভালো লাগছে। কনুইও স্বাভাবিক লাগছে।
দক্ষিণ আফ্রিকায় একটি টেস্টে বল বিকৃতির জন্য এক বছরের নির্বাসনের মেয়াদের শেষে আগামী ২৯ মার্চ থেকে ফের অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার যোগ্যতা ফিরে পাবেন স্মিথ ও ওয়ার্নার।
কনুইয়ের চোটের জন্য ওয়ার্নারও বাংলাদেশ থেকে ফিরেছিলেন। তবে তাঁর চোট ততটা গুরুতর ছিল না। কিন্তু তাঁকেও অস্ত্রোপচার করতে হয়েছিল। গত বৃহস্পতিবার তিনিও সিডনিতে অনুশীলন করেন।
ভারতে অজি মিডিয়াকে ল্যাঙ্গার বলেছেন, ক্রিকেটের সমর্থক হিসেবে আমি চাই যে স্মিথ ফের মাঠে ফিরে আসুক। স্মিথকে খেলতে দেখাটা খুব ভালো ব্যাপার এবং ও ফিরে এলে তা অস্ট্রেলিয়ার পক্ষেও ভালো হবে।
ল্যাঙ্গার বলেছেন, সমস্ত দিক খতিয়ে দেখে বলা যায় যে, স্মিথ ও ওয়ার্নার আইপিএলে খেলবে।এটা খুবই ইতিবাচক হবে।
নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর দুজনকে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ থাকছে স্মিথ ও ওয়ার্নারের।