নয়াদিল্লি: আগামীকাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। তার আগের দিন, বৃহস্পতিবার হিন্দি টুইটার অ্যাকাউন্ট চালু করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।
এদিন ফিফার তরফে জানানো হয়, ভারতে এই প্রথম কোনও ফিফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষ্যে “@FIFAHindi” ট্যুইটার হ্যান্ডল চালু করা হল। ফিফার আশা, এর ফলে, এদেশের সবচেয়ে বহুল প্রচলিত ভাষায় ফুটবল-ভক্তদের কাছে পৌঁছনো সম্ভব হবে।
[embed]https://twitter.com/FIFAHindi/status/915842976231809024[/embed]
জানা গিয়েছে, ফিফার হিন্দি অ্যাকাউন্ট সমর্থকদের সামনে প্রতিযোগিতার রিয়েল-টাইম আপডেট শেয়ার করবে। পাশাপাশি, প্রতিযোগী ২৪টি দল এবং ৬টি কেন্দ্রের সম্পর্কেও সব তথ্য বিস্তারিতভাবে জানানো হবে।
এছাড়া, খেলার লাইভ আপডেট, ছবি, খেলার বাইরের ভিডিও সহ বিশ্বকাপ-সংক্রান্ত একাধিক আকর্ষণীয় কর্মসূচি ও ইভেন্টের হাড়ির খবর—সব সমর্থকদের কাছে তুলে ধরা হবে।
https://twitter.com/FIFAHindi/status/915597026095636480
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের হিন্দি টুইটার অ্যাকাউন্ট চালু করল ফিফা
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2017 03:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -