নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে বিশ্বের একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা। এবার স্থগিত হয়ে গেল ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এছাড়া পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত হয়ে গিয়েছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দু’টি প্রতিযোগিতার পরবর্তী দিন পরে জানানো হবে।
ভারতের বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিফা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে সমর্থন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও স্থানীয় আয়োজক কমিটি। জনস্বাস্থ্য, এই প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলি, ম্যাচের শহরগুলি, কর্মী, বিদেশ থেকে আসা দর্শক সহ সবার স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ বছরের নভেম্বরেই এই প্রতিযোগিতা আয়োজনের জন্য তৈরি ছিলাম। কিন্তু আমাদের দেশ সহ সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা আমাদের মাথায় আছে। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার স্বাস্থ্যের বিষয়টিই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসের ফলে কারও স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা নেই, এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঝুঁকি নিতে চাই না। আমরা ফিফার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। আশা করি অদূর ভবিষ্যতে সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে পারব।’
এ বছরের ২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, নভি মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদ ও গুয়াহাটিতে হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। কিন্তু ফিফা আপাতত সব প্রতিযোগিতাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি কোনদিকে যায়, তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা ভাইরাসের জের, স্থগিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 11:47 AM (IST)
এ বছরের ২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, নভি মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদ ও গুয়াহাটিতে হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -