নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফরম্যান্সের ফসল তুললেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ভারতীয় ফুটবল দলের উত্থান হলো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে। এক লাফে দুই ধাপ উঠে এসে ভারতের র্যাঙ্কিং এখন ১০৪।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে রেখেছে ব্রাজিল। মার্চে শেষবার ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল। তারপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, উয়েফা ও কনকাকাফ নেশনস লিগ, এশিয়া ও আফ্রিকার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। তার প্রভাব পড়ল আজ প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ।
আগের র্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর ২৮০টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১১টি দেশের মধ্যে ১৭৭টি দেশের অবস্থানে রদবদল হয়েছে নতুন র্যাঙ্কিংয়ে।
সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারত মার্চে প্রকাশিত র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিল ১০৬ নম্বরে। মোট পয়েন্ট ছিল ১১৭৪.০৪। কিন্তু আজ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারত ১০৪ নম্বর স্থান দখল করেছে দুই ধাপ উঠে। এখন ভারতের পয়েন্ট ১১৯৮.৬৫। ১০৩ নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৯৮.৯৬।
ব্রাজিল মার্চের তালিকায় শীর্ষস্থান দখল করেছিল। সদ্যপ্রকাশিত র্যাঙ্কিংয়ে সেই স্থান ধরে রেখেছে নেইমারের দেশ। ব্যবধান বাড়িয়েছে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের সঙ্গে। আগের তালিকায় ব্রাজিলের পয়েন্ট ছিল ১৮৩২.৬৯, বেলজিয়ামের ১৮২৭। এবার ব্রাজিলের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৩৭.৫৬, বেলজিয়ামের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮২১.৯২। নেশনস লিগের ব্যর্থতার জেরে ফ্রান্স নেমে গিয়েছে চার নম্বরে। এক ধাপ উঠে তিনে চলে এসেছে আর্জেন্তিনা।
আরও পড়ুন: উদ্বেগমুক্তি! করোনাকে হারিয়ে ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দিলেন অশ্বিন