কলকাতা: ভারতীয় দল দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নিলেও, দর্শক সংখ্যার বিচারে কিন্তু চ্যাম্পিয়ন হল ভারত। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে ভারতেই সবচেয়ে বেশি দর্শক খেলা দেখলেন। এর আগে এই রেকর্ড ছিল চিনের। ১৯৮৫ সালে চিনে অনুষ্ঠিত হওয়া প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা দেখেছিলেন মোট ১২,৩০,৯৭৬ জন দর্শক। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ৬,৯৪৯ জন দর্শক খেলা দেখতে এলেই সেই রেকর্ড ভেঙে যেত। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ দেখতে আসেন ৫৬,৪৩২ জন দর্শক। ফলে চিনকে টপকে যায় ভারত। ব্রাজিল-মালি ম্যাচ পর্যন্ত ভারতে এই বিশ্বকাপে মোট ১২,৮০,৪৫৯ জন দর্শক খেলা দেখেছেন।
এর আগে ২০১১ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা দেখেছিলেন মোট ১০,০২,৩১৪ জন দর্শক। সেই রেকর্ড আগেই টপকে গিয়েছিল ভারত। আজ যুবভারতীতে নয়া রেকর্ড হল। কলকাতাতেই বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গিয়েছে। যুবভারতীতে ফাইনালের আগে পর্যন্ত হওয়া ১০টি ম্যাচে খেলা দেখেছেন মোট ৫,৪২,১২৫ জন দর্শক। প্রতি ম্যাচে গড়ে ৫৪ হাজারেরও বেশি দর্শক ছিলেন, যা দেশের বাকি পাঁচটি স্টেডিয়ামের চেয়ে অনেক বেশি।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দর্শকের বিচারে চিনকে টপকে সেরা ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2017 07:36 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -