জুরিখ: অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশিত হল। আয়োজক দেশ এবার ভারত। তারা এ গ্রুপে রয়েছে। তবে তাদের সঙ্গে বাকি তিনটি শক্তিশালী দলও রয়েছ। ভারতের গ্রুপের বাকি তিনটি দেশ হল ব্রাজিল (Brazil), আমেরিকা (America), মরক্কো। সূচি অনুযায়ী বলা যেতে পারে ভারত খুবই শক্তিশালী গ্রুপে রয়েছে। কারণ মহিলা ফুটবলে ক্রমতালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। নয় নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। 


মোট চারটে গ্রুপ করা হয়েছে। মোট ১৬টি দলকে এই গ্রুপগুলোয় ভাগ করে দেওয়া হয়েছে। গ্রুপ বি-তে রয়েছে নাইজেরিয়া, চিলি, নিউজিল্যান্ড ও জার্মানি। গ্রুপ সি-তে রয়েছে জাপান, তাঞ্জনানিয়া, কানাডা ও ফ্রান্স। 


ভারতের তিনটি ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামও বিশ্বকাপের আয়োজক। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে নভি মুম্বই ও গোয়ায়। কোয়ার্টার ফাইনালের তারিখগুলি হল ২১ অক্টোর ও ২২ অক্টোবর। এরপর গোয়ায় ২৬শে অক্টোবর দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচ ও ফাইনাল ৩০শে অক্টোবর নভি মুম্বইয়ে।


১১ অক্টোবর প্রথম ম্যাচেই ভারতের সামনে আমেরিকা। এরপর ১৪ অক্টোবর মরক্কো ও ১৭ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল। সব খেলায় রাত ৮টা থেকে শুরু হবে।


উল্লেখ্য, গত বুধবার বুধবার ইতালিতে ষষ্ঠ টর্নিও মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমেছিল ভারত। গ্র্যাডিসকা ডি'লসনজো স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হয়েছিল ভারতের তরুণীরা। তবে সেই পরীক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হল ভারতীয় দল। এদিনের ম্যাচে ইতালির বিরুদ্ধে ৭-০ ব্যবধানে হারল ভারত।


অক্টোবর-নভেম্বর মাসে ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের (FIFA U17 World Cup for women) আয়োজন করবে। সেখানেই খেলতে দেখা যাবে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলকে। আসন্ন ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের শক্তি বুঝে নেওয়ার জন্যই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল ভারত। ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল দুটি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতালি এবং নরওয়েতে সফর করছে।