দোহা: কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম ফ্রান্সের ম্যাচ ঘিরে উত্তেজনার অভাব ছিল না। দুই দলেই একগুচ্ছ তারকা রয়েছেন। তাই দুই ফেভারিট দলের ম্যাচের দিকে সকলেরই নজর ছিল। সেই ম্যাচে ইংল্যান্ডকে- ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) সেমিফাইনালে পৌঁছে গেলেন কিলিয়ান এমবাপেরা (France vs England)। ফের বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ইংরেজ ফুটবলারদের। 


ম্যাচে ফ্রান্স চুয়ামেনির গোলে প্রথমে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি স্পট থেকে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)। অলিভিয়ের জিহু ফের একবার ফ্রান্সকে এগিয়ে দেন। তবে ম্যাচে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরানোর সুযোগ পান কেন। অবশ্য এক্ষেত্রে সুযোগ নষ্ট করেন তিনি। হ্যারি কেনের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ফ্রান্সই সেমিফাইনালে পৌঁছে যায়। গোলের নষ্টের পর সমস্ত দায় মাথা পেতে নিলেন কেন। তবে তিনি সতীর্থদের নিয়ে খুব একটা বেশি চিন্তিত নন।


দায় নিলেন কেন


ম্যাচ শেষে কেন বলেন, 'প্রত্যেক চার বছরে একবার বিশ্বকাপ আয়োজিত হয়। তাই অনেকদিন অপেক্ষা করতে হবে। তবে আমি আমার খেলোয়াড়দের জন্য গর্বিত। আমাদের এবারের বিশ্বকাপটা বেশ ভালই গিয়েছে। শেষমেশ ছোট ছোট ভুলের জন্য আমাদের ছিটকে যেতে হল এবং এর সম্পূর্ণ দায় আমার। তবে এই হারের পরে দলের বা সতীর্থদের মানসিক অবস্থা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। আমাদের দলে দারুণ দারুণ খেলোয়াড় রয়েছে। নিঃসন্দেহে এই পরাজয়টা খুবই বেদনাদায়ক। তবে দিনের শেষে এটাই তো ফুটবল। এই হতাশাগুলিকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।'


কোচের সমর্থন


ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও (Gareth Southgate) পেনাল্টি মিসের পর হ্যারি কেনের পাশে দাঁড়িয়েছেন। ইংল্যান্ড কোচ বলেন, 'আমদের জয়টা যেমন গোটা দলের, তেমন হারের দায়টাও পুরো দলেরই। আমরা দুই গোল খাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছি। হ্যারি আমাদের হয়ে এর আগে বহুবার এমন পরিস্থিতি থেকে গোল করেছে। ওকে ছাড়া তো আমরা এতদূর পর্যন্ত পৌঁছতেই পারতাম না। ম্যাচে পরিচিত গোলরক্ষকের (কেন ও লরিস, উভয়েই স্পার্সের হয়ে খেলেন) বিরুদ্ধে একটা পেনাল্টি সফলভাবে মারার পর, দ্বিতীয় পেনাল্টিতেও সাফল্য পাওয়াটা একটু কঠিনই। ও সেরা, তবে অনেকসময় সেরারাও ভুল করেন। এটাই তো ফুটবল। কাল যদি আমরা আবারও একই পরিস্থিতিতে পরি, তখনও আমি কিন্তু এই একই সিদ্ধান্ত নেব।'


আরও পড়ুন: পেনাল্টি নষ্ট হ্যারি কেনের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স