দোহা: বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারাল নেদারল্যান্ডস। ইকুয়েডরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় সেনেগাল। এই দুই দলই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে।


গ্রুপ এ


নেদারল্যান্ডস: ৩ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে ডাচরা, ড্র একটি ম্যাচ। ঝুলিতে ৭ পয়েন্ট। তারা এই গ্রুপে শীর্ষে রয়েছে।


সেনেগাল: সাদিও মানে না খেলা সত্ত্বেও নক আউটে পৌঁছেছে তাঁর দল। সেনেগাল ১ ম্যাচ হারলেও ২ ম্যাচ জিতে তালিকায় দ্বিতীয় স্থানে। পয়েন্ট ৬।


ইকুয়েডর: টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক কাতারের বিরুদ্ধে জয় পেয়েছে ইকুয়েডর, ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। তাঁরাও ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে।


কাতার: আয়োজক দেশ কাতার সবকয়টি ম্যাচে হেরে গিয়েছে। তাঁরা ০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে।


গ্রুপ: বি


ইংল্যান্ড: ২ ম্যাচ খেলে ১ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে গ্যারেথ সাউথগেটের দল, একটি ড্র হয়েছে। তারা বি গ্রুপে শীর্ষে রয়েছে।


ইরান: প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জয়। তালিকায় দ্বিতীয় স্থানে কার্লোস কুইরোজের দল।


যুক্তরাষ্ট্র: ২ ম্যাচ খেলে ২ ম্যাচ ড্র। ঝুলিতে ২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে ইউ এস এ।


ওয়েলশ: এখনও পর্যন্ত ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১ ম্যাচ ড্র। গ্রুপের সবার শেষে রয়েছেন বেলরা।


(২৯ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত পয়েন্ট তালিকা)