দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। এবারের বিশ্বকাপ দেখেছে গ্রুপ পর্বে জার্মানি, বেলজিয়ামের মত শক্তশালী দলের ছিটকে যাওয়া। এবার স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে আরও একটা অঘটন ঘটাল মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো।


এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপের রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল। 


মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। এর আগে উরুগুয়ের বিরুদ্ধে ২০১০ সালে ঘানা পেনাল্টিতে ৪-২ গোলে হেরে গিয়েছিল। এদিনের ম্যাচে স্পেন মাত্র ১টি অন টার্গেট শট করেছিল ১২০ মিনিটের খেলায়। তবে এদিন বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে ১৮ বছর ১২৩ দিন বয়সে নক আউটে নামলেন স্পেনের গাভি। 


এদিনের ম্যাচে স্পেন খাতায় কলমে এগিয়ে থাকলেও প্রথম নব্বই মিনিটে একবারের জন্যও মনে হয়নি যে তারা মরক্কোকে চাপে ফেলতে পেরেছে। যতবার সুযোগ তৈরি হচ্ছিল, ততবারই মরক্কোর বক্সে ঢুকে ব্যর্থ হতে হচ্ছিল ফারান তোরেস, গাভিদের। উল্টে মরক্কো বিশেষজ্ঞদের ভুল প্রমাণিত করে শুরু থেকেই চমকপ্রদ ফুটবল উপহার দিয়ে আসছিল। তবে শেষবেলায় মরক্কোর তেকাঠির নীচে নায়ক হয়ে গেলেন ইয়াসিন বোনো। 


স্পেনের কোচ এনরিকে টাইব্রেকারের কথা ভেবেই প্লেয়ারদের হাজারবার পেনাল্টি মারার অভ্যেস করিয়েছিলেন। কিন্তু তা বৃথাই গেল। সারাবিয়া, সোলে, বুস্কেটস তিনজনের একজনও পেনাল্টি থেকে গোল করতে পারলেন না। বোনো লা লিগায় সেভিয়ার হয়েও এর আগে তেকাঠির নীচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এদিনও শেষ মুহূর্তে তিনিই মরক্কোকে শেষ আটে তুলে দিলেন। 


আরও পড়ুন: সবাইকে বলেছিলাম যে লিভাকোভিচ জাপানকে আটকে দেবে: মদ্রিচ