দোহা: গতবারের বিশ্বকাপের (FIFA WC 2022) ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও তৃতীয় স্থানে শেষ করা বেলজিয়ামের সঙ্গে মরক্কো (Morocco Football Team) যখন বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল, তখন হাকিম জিয়েখরা (Hakim Ziyech) যে গ্রুপ পর্বে শীর্ষ শেষ করে নক আউটে পৌঁছবেন, তা হয়ত খুব কমজনই কল্পনা করতে পেরেছিলেন। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, তা আরও একবার প্রমাণিত হল। কানাডাকে ২-১ গোলে হারিয়ে বেলজিয়াম, ক্রোয়েশিয়াকে পিছনে ফেলে গ্রুপে শীর্ষস্থান দখল করেই পরের রাউন্ডে পৌঁছল মরক্কো। 


দ্রুততম গোল


ম্যাচের শুরুতেই মাত্র চার মিনিটের মাথায় মরক্কো কার্যত প্রথম গোল করার সুযোগ হাতে তুলে দেন কানাডা গোলরক্ষক মিলান বোর্জান। স্টিভেন ভিটোরিয়ার ব্যাক পাস বোর্জানকে চাপে ফেলে দেয়। তিনি চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে তা সোজা হাকিম জিয়েখের পায়ে জমা দেন। বোর্জানের ভুলের সুযোগ নিয়েই হাকিম জিয়েখ সুন্দর চিপ শটে মরক্কোকে এগিয়ে দেন। এটিই বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর দ্রুততম গোল। ম্যাচের ২৫তম মিনিটে ইউসুফ এল-নাসিরি (Youssef En Nesyri) মরক্কোর হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। এই পরিস্থিতিতে ম্যাটটি সম্পূর্ণরূপে মরক্কোর দখলে ছিল।


কানাডার লড়াই


তবে কিছুটা ম্যাচের গতির বিরুদ্ধে প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক আগে, ৪০ মিনিটের মাথায় নাইফ আগুয়ার্ডের আত্মঘাতী গোল ম্যাচের রঙ বদলে দেয়। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও, কানাডার প্রয়াসের কোনও কমতি ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে মাঠে নামেন আলফন্সো ডেভিসরা। একের পর এক আক্রমণ গড়ে তোলে কানাডা। আটিবা হাচিনসনের শটের অল্পের জন্য বারে লেগে গোললাইনের ঠিক ওপরে পড়ে। ভাগ্যের সহায়তায় রক্ষা পায় মরক্কো। বেলজিয়াম ও ক্রোয়েশিয়া অপর ম্যাচে গোলশূন্য ড্র করায় গ্রুপ শীর্ষে শেষ করে মরক্কো। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে নক আউটে পৌঁছয় ক্রোয়েশিয়া।


বেলজিয়ামের বিদায়


এদিন অধিনায়ক অ্যাজার ও তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজ। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় ক্যারাস্কো ক্রামারিচকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। তবে অফসাইডের জন্য পরে ভিএআরের মাধ্যমে তা বাতিল করা হয়। দুই দল প্রথমার্ধে চেষ্টা করলেও, কোনও দলই তেকাঠির মধ্যে একটিও শট রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মাঠে মার্টিনেজ রোমেলু লুকাকুকে (Romelu Lukaku) মাঠে নামান। তবে লুকাকু একগুচ্ছ সুযোগ পেলেও, গোল করতে পারেননি। ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল বেলজিয়াম।


আরও পড়ুন: মেসিদের ম্যাচ দেখতে কাতারে হাজির আমির খান!