GST Revenue Collection: আমদানিকৃত পণ্য থেকে বিপুল আয়, শুধু নভেম্বরেই জিএসটি-বাবদ ১.৪৬ লক্ষ কোটি ঢুকেছে রাজকোষে

GST Collection: নভেম্বরে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর  থেকে মোটা টাকা আয় হয়েছে সরকারের।

Continues below advertisement

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা করবাবদ ফের বিপুল আয় সরকারের। শুধুমাত্র নভেম্বর মাসে জিএসটি-বাবদ রাজকোষে ঢুকেছে ১.৪৬ লক্ষ কোটি টাকা (GST Revenue Collection)।  মোটা টাকা আয় হয়েছে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে। তাতে জিএসটি-বাবদ আয়ে গত বছর নভেম্বরের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এই নিয়ে পর পর টানা নয় মাস জিএসটি-বাবদ কেন্দ্রের আয় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার উপর রইল (GST Collection)। 

Continues below advertisement

মোটা টাকা আয় হয়েছে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে

তবে বিপুল টাকা রাজকোষে ঢুকলেও, অক্টোবরের চেয়ে নভেম্বরে আয় কিছুটা কমেছে। অক্টোবর মাসে যেখানে ১.৫২ লক্ষ কোটি টাকা ওঠে, নভেম্বর মাসে আয় হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা। অর্থাৎ অক্টোবরের চেয়ে ৩.৯ শতাংশ পতন দেখা গিয়েছে নভেম্বর মাসে। তবে অক্টোবর ছিল উৎসবের মাস। মানুষজন বেশি টাকা খরচ করেছেন। যদিও নভেম্বরে আমদানিকৃত পণ্যের উপর বসানো কর  থেকে মোটা টাকা আয় হয়েছে সরকারের।

আরও পড়ুন: India's Unemployment Rate: চিন্তা বাড়াচ্ছে দেশের বেকারত্ব, গত ৩ মাসে সর্বোচ্চ, সামনে এল রিপোর্ট

নভেম্বর মাসে যে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা জিএসটি-বাবদ আয় হয়েছে, তার মধ্যে কেন্দ্রের ভাগ ২৫ হাজার ৬৮১ কোটি টাকা। ৩২ হাজার ৬৫১ কোটি টাকা ভাগ রাজ্যের। আন্তঃরাজ্য বিনিময় থেকে, যার মধ্য়ে রয়েছে আমদানিকৃত পণ্যও, আয় হয়েছে ৭৭ হাজার ১০৩ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে ৩৮ হাজার ৬৩৫ কোটি টাকা আয় হয়েছে। সেস-বাবদ আয় হয়েছে ১০ হাজার ৪৩৩ কোটি টাকা, যার মধ্যে আমদানিকৃত পণ্য থেকে ৮১৭ কোটি টাকা এসেছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে নভেম্বরের জিএসটি-বাবদ আয়ের হিসেব দিয়েছে। বলা হয়, "গত বছর নভেম্বরের তুলনায় এ বছর নভেম্বরে জিএসটি-বাবদ আয় ১১ শতাংশ বেড়েছে। ২০২১-এর নভেম্বরে জিএসটি থেকে সরকারের আয় হয় ১ লক্ষ ৩১ হাজার ৫২৬ কোটি টাকা। নভেম্বরে আনমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় বেড়েছে ২০ শতাংশ। " 

নভেম্বর মাসে ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৭ কোটি টাকা আয়

আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে কেন্দ্রের ৩৩ হাজার ৯৯৭ কোটি এবং রাজ্যের ২৮ হাজার ৫৩৮ কোটি টাকার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। জিএসটি ক্ষতিপূরণ বাবদ নভেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ১৭ হাজার কোটি টাকা দিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

Continues below advertisement
Sponsored Links by Taboola