বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলার উদ্বেগেই জয়ের জন্য ঝাঁপাতে পারেননি নেইমাররা, মত তিতের
Web Desk, ABP Ananda | 18 Jun 2018 12:49 PM (IST)
মস্কো: বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করার জন্য নেইমারদের উদ্বেগকেই দায়ী করলেন ব্রাজিলের কোচ তিতে। তিনি বলেছেন, ‘আমরা গোল করার আগে পর্যন্ত প্রচণ্ড চাপ ছিল। আমাদের খেলায় উদ্বেগ, মাত্রাতিরিক্ত চাপের প্রভাব পড়ে। আমরা ঠিকমতো খেলতে পারিনি। উদ্বেগের কারণেই অনেক সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্য এই ধরনের উদ্বেগ থাকে। এমনকী আমিও উদ্বেগে ছিলাম।’ ব্রাজিলের কোচ আরও বলেছেন, ‘আমি ম্যাচের ফল নিয়ে খুশি না। আমরা জয় চাইছিলাম। কিন্তু উদ্বেগের জন্য সেটা হল না। বিশ্বকাপে ৪৫ শতাংশ গোলই আসে সেটপিস থেকে। ডেডবল সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে।’ ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার বলেছেন, ‘আমাদের খুনে মানসিকতার অভাব ছিল না। বল পজেশনে আমরাই এগিয়েছিলাম। তবে বেশিরভাগ সময়ই বক্সের মধ্যে বা বক্সের কাছাকাছি জায়গায় আমরা বলের দখল হারিয়েছি। ২০১৪ বিশ্বকাপের তুলনায় এবার সুইৎজারল্যান্ড দলে ভারসাম্য অনেক বেশি। ওরা আমাদের উপর চাপ সৃষ্টি করছিল। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।’