ব্রাজিলের কোচ আরও বলেছেন, ‘আমি ম্যাচের ফল নিয়ে খুশি না। আমরা জয় চাইছিলাম। কিন্তু উদ্বেগের জন্য সেটা হল না। বিশ্বকাপে ৪৫ শতাংশ গোলই আসে সেটপিস থেকে। ডেডবল সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে।’
ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার বলেছেন, ‘আমাদের খুনে মানসিকতার অভাব ছিল না। বল পজেশনে আমরাই এগিয়েছিলাম। তবে বেশিরভাগ সময়ই বক্সের মধ্যে বা বক্সের কাছাকাছি জায়গায় আমরা বলের দখল হারিয়েছি। ২০১৪ বিশ্বকাপের তুলনায় এবার সুইৎজারল্যান্ড দলে ভারসাম্য অনেক বেশি। ওরা আমাদের উপর চাপ সৃষ্টি করছিল। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।’