দোহা: তাঁর বয়স এখন ৬০। চুলে পাক ধরেছে। কিন্তু এখনও ফুটবল অন্ত প্রাণ। হর্জে লুইস বুরুচাগা (Burruchaga)। আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনে সাক্ষাৎকার দিলেন মারাদোনার সতীর্থ। 


সৌদি আরবের কাছে হারের পরেও দলের পাশে ছিলেন বুরুচাগা। তাঁর কথায়, 'এরকম হতেই পারে। বিশ্বকাপের মঞ্চে সব দলই সমান। জার্মানিকে দেখুন। স্পেনকে দেখুন। বিশ্বকাপে মাঝে মধ্যে কোনও তত্ত্ব চলে না। সাফল্যের কোনও রেসিপি হয় না। কিন্তু ব্যর্থ হলে চার বছর আক্ষেপ করতে হয়।'


নেদারল্যান্ডসের বিরুদ্ধে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা দিতে হবে, মত বিশ্বজয়ী বুরুচাগার। বলছেন, 'কঠিন ম্যাচ হবে। খুব ভাল করে তৈরি হয়ে নামবে ডাচরা। আমার মনে হয় আর্জেন্তিনা পরিচিত ছকেই খেলবে। নেদারল্যান্ডস হয়তো ৩-৪-১-২ ছকে খেলবে। তবে আর্জেন্তিনা সুবিধা পাবে।'


বুরুচাগার কাছে আর্জেন্তিনা একটা দল। শুধু মেসি নয়। বলছেন, 'সৌদি ম্যাচের ধাক্কা কাটিয়ে ওরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা তিন ম্যাচ জিতেছে। দল হিসাবে এটা দারুণ ব্যাপার। কোচিং স্টাফেরাও শান্ত থাকবে।' বিশ্বকাপের তিন ফেভারিটও বেছে নিয়েছেনআর্জেন্তিনার কিংবদন্তি। বুরুচাগা বলছেন, 'আর্জেন্তিনা, ফ্রান্স ও ব্রাজিল। তবে জার্মানি ও স্পেন হতাশ করেছে। এর থেকেই বোঝা যাচ্ছে বিশ্বকাপ কতটা কঠিন হয়ে পড়েছে। তবে আমার মনে হচ্ছে চার সেমিফাইনালিস্টের মধ্যে তিনটি হবে ব্রাজিল, আর্জেন্তিনা ও ফ্রান্স।'


দায়িত্বে বিতর্কিত রেফারি


দিয়েগো মারাদোনা (Diego Maradona) তখন সদ্য প্রয়াত। শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। বার্সেলোনার হয়ে মাঠে নেমে কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু বিষয়টা ভালভাবে নেননি রেফারি। আন্তোনিও মিগুয়্যেল মাতেও লাহোজ হলুদ কার্ড দেখান মেসিকে। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।


বিতর্কিত সেই স্প্যানিশ রেফারিই কোয়ার্টার ফাইনালে মেসিদের ম্যাচ পরিচালনা করবেন। লাইন্সম্যানের দায়িত্বে থাকবেন পাও সেব্রিয়ান ও রবার্তো দিয়াজ। চতুর্থ রেফারি ভিক্টর গোমস।



গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলিয়েছিলেন মাতেও লাহোজ। কাতার বনাম সেনেগাল ও ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ম্যাচও পরিচালনা করেছিলেন। তবে বিশ্বকাপের নক আউট পর্বে এই প্রথম খেলাবেন তিনি।


তবে এর আগে আর্জেন্তিনার একটি ম্যাচে রেফারি হিসাবে ছিলেন মাতেও। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে আর্জেন্তিনা-হন্ডুরাস ম্যাচ ১-১ গোলে শেষ হয়েছিল। সেই ম্যাচের রেফারি ছিলেন তিনি। 


তবে মাতেওর শিরোনামে উঠে আসা ২০২০ সালে। বার্সেলোনার হয়ে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করে জার্সি খুলে ফেলেছিলেন মেসি। বার্সা জার্সির নীচে ছিল আর্জেন্তিনার নিউওয়েল'স ক্লাবের জার্সি। মারাদোনার স্মৃতির উদ্দেশে সেটি দেখাতেই রেফারি জার্সি খোলার অপরাধে হলুদ কার্ড দেখান মেসিকে। নিয়ম মতে তিনি ভুল করেননি। তবে অনেকেই মনে করেছিলেন, কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম সামান্য শিথিল করতেও পারতেন তিনি।



আরও পড়ুন: কেক-চকোলেটেও কমলার ছোঁয়া, নেদারল্যান্ডসে ফুটবল উন্মাদনায় মুগ্ধ বঙ্গকন্যা