নয়াদিল্লি: ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup) শুরু হতে আর মাস দেড়েক বাকি। ছক ভেঙে এবারই প্রথম নভেম্বর মাসে হচ্ছে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ দেখতে অনেকেই কাতারের টিকিট বুক করে ফেলেছেন।
তবে কাতার রওনা হওয়ার আগে জেনে নিতে হবে সেখানকার করোনা নিয়মাবলী।
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর হবে বিশ্বকাপ। খেলা দেখতে কাতারে যাবেন অসংখ্য ফুটবলপ্রেমী। ৬ বছর বা তার বেশি বয়সীদের কাতারের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করিয়ে কোভিড নেগেটিভ হতেই হবে।
- যদি ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়, সেক্ষেত্রে রওনা হওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড নেগেটিভ রিপোর্ট হতে হবে।
- বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে সেই কোভিড পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। সবচেয়ে বড় কথা, পরীক্ষা করাতে হবে সেই দেশের ল্যাবরেটরিতেই, সংশ্লিষ্ট ব্যক্তি যে দেশের নাগরিক। এক্ষেত্রে সেল্ফ-টেস্ট চলবে না।
- তবে ৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা না করলেও চলবে।
- কাতারে পৌঁছে কাউকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। সে তিনি করোনার টিকা নিয়ে থাকুন বা না নিয়ে থাকুন অথবা যে দেশেরই অধিবাসী হোন না কেন।
- কাতারে থাকাকালীন কেউ করোনা আক্রান্ত হলে সরকারি নিয়ম মেনে নিভৃতবাসে থাকতে হবে।
- কাতারে পৌঁছে আর কোনও কোভিড ১৯ পরীক্ষা করাতে হবে না।
- কাতার থেকে দেশে ফেরার সময় কোভিড ১৯ পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই। তবে যে দেশে ওই ব্যক্তি যাবেন, সেখানে প্রয়োজন থাকলে করোনা পরীক্ষা করানো যেতে পারে।
- কোনও স্বাস্থ্যকেন্দ্রে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক।
- কোনও বাস বা জনবহুল পরিবহণ পরিষেবায় মাস্ক পরা বাধ্যতামূলক।
আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সকলের নীচে থাকতে আসিনি, প্রথম ম্য়াচের আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের