সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) টিটাগড়ের (Titagarh) ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ (Police) সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে ৬০ বছরের কাকার সঙ্গে বিবাদ হয় ভাইপোর। বচসার সময় ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  


কথায় বলে মৃত্যু জীবনকে শেষ করে, সম্পর্ককে নয়। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব কখনও কখনও শেষ করে দেয় সেই সম্পর্ককেও। সেই কথাটাই যেন সত্যি, ফের প্রমাণ করল দ্বাদশীর সকালে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের এই ঘটনা।                               


আরও পড়ুন, ভারতে তৈরি কাশির সিরাপে রয়েছে এই ক্ষতিকর রাসায়ানিক উপাদান? সতর্ক করল হু


মৃতের নাম মহম্মদ আসলাম (৬০)। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল ভাইপোর। শুক্রবার সকালে ফের বচসা বাধে। অভিযোগ, এরপর বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাকা মহম্মদ আসলাম। বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।                                          


ঘটনায় অভিযুক্ত ভাইপো মহম্মদ আখতার আলমকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। খোঁজ চলছে খুনে ব্যবহৃত অস্ত্রটির। 


অন্যদিকে, এক মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটেছে বাঁকুড়ায়। বাঁকুড়া সদর থানার কেশিয়াকোল গ্রামে নিখোঁজ যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে একটি ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অষ্টমীর দিন থেকে নিখোঁজ ছিলেন সুজন রুইদাস নামে ওই যুবক। বাঁকুড়া সদর থানায় নিখোঁজের অভিযোগও জানায় পরিবার। মৃতের পরিবার খুনের অভিযোগ করেছে।