দোহা: তিনি বিশ্বকাপ জিতবেন কি না, তা সময় বলবে। তবে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মাঠে নেমে একটি বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)।


তিনিই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি লোথার ম্য়াথেউজের রেকর্ড। ম্যাথেউজ বিশ্বকাপে ২৫টি ম্য়াচ খেলেছিলেন। সেটাই ছিল এতদিন কোনও ফুটবলারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির। যা ভেঙে দিলেন মেসি।


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নামছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই।


অভিনব উদ্যোগ


কোচ হিসাবে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের অভিজ্ঞতা হতে চলেছে তাঁর। যে বিশ্বকাপ আবার মহাতারকা লিওনেল মেসির (Lionel Messi) শেষ বিশ্বকাপ (Fifa World Cup 2022)। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি। লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।


ফ্রান্সের সঙ্গে ফাইনালের আগে স্কালোনি বিশ্বের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমে বলেছেন, 'আমি ফুটবলারদের সঙ্গে কথা বলছিলাম। ওদের ধন্যবাদ দেওয়ার বাইরে কিছু বলার নেই। কারণ, ওরা সর্বস্ব দিয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাব। তবে সেটা না হলেও ওদের গর্বিতই হওয়ার কথা। আমি মুহূর্তটা উপভোগ করছি। আশা করছি ওরাও মুহূর্তটা উপভোগ করছে। আমাদের খেলা শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে হবে কারণ, এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেবে। তাই উপভোগ করার সুযোগ ছাড়লে চলবে না।'                                                                


স্কালোনির উদ্যোগেই বিশ্বকাপের আর্জেন্তিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন সের্খিও আউয়েরো, জিওভানি লো সেলসো, জোয়াকিন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, রবের্তো পেরেইরা, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, হুয়ান মাজো ও নিকোলাস ডমিঙ্গেস। যাঁরা বিশ্বকাপ দলে খেলতেও পারতেন। চোট বা অন্য কোনও সমস্যায় দলে নেই। তবে ফাইনালের আগে সকলকে এককাট্টা করে লড়াইয়ে নামার অভিনব উদ্যোগ নিয়েছেন স্কালোনি। বলেছেন, 'ওরা সকলে মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছে। আমি চাই এই দলের সঙ্গে যারা কোনও না কোনওভাবে যুক্ত, তারা ফাইনালের সময় সঙ্গেই থাকুক। আমি গর্বিত যে ওরা সকলে এসেছে কারণ ওরা বিশ্বাস করে সকলে মিলেই দলটি তৈরি হয়েছে।'


আরও পড়ুন: মেসি ম্যাজিকে মুগ্ধ কাফুও , আর্জেন্তিনার বিশ্বজয় দেখতে চান প্রাক্তন ব্রাজিল অধিনায়ক