দোহা: বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার। ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে শেষ আট থেকেই। যার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিতে। ব্রাজিলের কোচ পদত্যাগ করলেন।


শুক্রবারের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। কিন্তু শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো পেতকোভিচ। ১২০ মিনিট শেষ হয় ১-১ গোলে।


তারপর টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেন লুকা মদ্রিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্সরা কাতারে পৌঁছে গেল শেষ চারে। আর পরাজয়ের পরই দায়িত্বহ ছাড়লেন তিতে।


পেলেকে ছুঁয়েও বিদায়


রেকর্ড গড়েও চোখের জলে মাঠ ছাড়লেন। বিশ্বকাপে নামার আগে কিংবদন্তি পেলেকে ছােঁয়ার হাতছানি ছিল। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে প্রথম গোলটি করে পেলেকে ছুঁয়ে ফেলেছিলেন। তবে ম্যাচ জিততে পারলেন না। বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নেমারের। কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই অপেক্ষা আরও বাড়ল। 


ম্য়াচের ২ অর্ধ মিলে কোনও দলই গোল পায়নি। এরপর অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে নেমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পাকুয়েতার সঙ্গে পাস খেলে গোল করেন নেমার। সঙ্গে সঙ্গেই পেলেকে ছুঁয়ে ফেলেন তিনি। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জার্সিতে পেলে মোট ৭৭ টি গোল করেছিলেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপে জয় পেয়েছিল ব্রাজিল। সেই দলের সদস্য ছিলেন পেলে।


এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার শেষ চারে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবার পেনাল্টি শ্যুট আউটে হার ব্রাজিলের। সর্বাধিক ৪ বার পেনাল্টিতে জয় পেল ক্রোয়েশিয়া। তাদের সঙ্গে একই তালিকায় রয়েছে আর্জেন্তিনা, জার্মানি। আর গোটা ম্যাচে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের কথা না বললেই নয়। গোটা ম্যাচে মোট ১২টি সেভ করেছেন তিনি। এর আগে জাপানকেও টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন মদ্রিচরা। সেই ম্যাচেও নায়ক হয়েছিলেন ক্রোয়েশিয়ার এই তরুণ গোলরক্ষক। এদিন অতিরিক্ত সময় পিছিয়ে পড়ার পর ৭ মিনিটের মধ্যে ফের সমতা ফেরায় ক্রোটরা। টাইব্রেকারে রডরিগোর শট বাঁচিয়ে দেন লিভাকোভিচ। অন্যদিকে মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। এরপরই ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়ে যায়।


আরও পড়ুন: বিশ্বকাপে ঈন্দ্রপতন, শেষ চারে ক্রোয়েশিয়া, টাইব্রেকারে হার ব্রাজিলের