Itel Magic X Pro 4G: ভারতে আইটেল সংস্থা নতুন ফোন Magic X Pro ৪জি লঞ্চ করেছে। এটি একটি ফিচার ফোন হতে চলেছে। বাজেট ফ্রেন্ডলি এই ফোনে ১২টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। Itel Magic X Pro 4G ফোনের দাম ভারতে ২৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ২৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে হটস্পট সাপোর্ট, যার সাহায্যে ৮টি ডিভাইস কানেক্ট করা সম্ভব। নীল এবং কালো রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel Magic X Pro 4G ফোন।
একনজরে এই বাজেট ফ্রেন্ডলি ফিচার ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
- এই ফোনে রয়েছে VoLTE সাপোর্ট, যার সাহায্যে পরিষ্কার শব্দ পাওয়া যায় ভয়েস কলের ক্ষেত্রে। সেই সঙ্গে ১২টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে। তালিকায় রয়েছে- ইংরেজি, হিন্দি, গুজরাটি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, পাঞ্জাবি, বাংলা, ওড়িয়া, অহমিয়া এবং উর্দু।
- এই ৪জি ফিচার ফোনে রয়েছে একটি ২.৪ ইঞ্চির QVGA panel। এছাড়াও রয়েছে একটি VGA rear camera। ফোনের সঙ্গেই দেওয়া হবে চার্জার। আগে থেকেই ফোনে লোড করা থাকবে একটি Boom Play মিউজিক অ্যাপ। এছাড়াও থাকতে চলেছে এফএম রেডিও। একটি লাইব্রেরি থেকে অনলাইনে গান শোনা যাবে এই ফোনের মাধ্যমে। সেখানে ৭৪ মিলিয়ন গান রয়েছে। আটটি গেমও আগে থেকে লোড করা থাকবে এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। শোনা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে দুটো ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৬৪ জিবি ও ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন। তার মধ্যে রয়েছে মিন্ট গ্রিন, সাদা, সোনালি এবং নীল রঙ। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।