ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বড় রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। অর্ধশতরান হাঁকালেন চার ভারতীয়। ওপেনিংয়ে নেমে জুটি বেঁধে ১৪৩ রান বোর্ডে তুলে নিলেন ঈশান কিষাণ ও শুভমন গিল। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ভারতীয় দল এদিন দলে দুটো বদল করে। উমরান মালিকের বদলে দলে ঢোকেন রুতুরাজ গায়কোয়াড। অন্যদিকে অক্ষর পটেলের বদলে দলে আসেন জয়দেব উনাদকাট। 


আগের ম্যাচে বিরাট ও রোহিতকে ছাড়াই নেমেছিল ভারত। এদিনও ঠিক তেমনই এই ২ তারকাকে ছাড়াই মাঠে নামে ভারত। হার্দিক পাণ্ড্য এদিন অধিনায়কত্ব করেন ফের। ওপেনিংয়ে গিল-ঈশান জুটি নেমে ধীরে ধীরে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। গিল শুরুর দিকে কিছুটা স্লো খেললেও ঈশান কিষাণ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং করছিলেন। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন তরুণ উইকেট কিপার ব্য়াটার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। ৯২ বলে ৮৫ রানের ইনিংস খেলেন শুভমন গিল। কোনও ছক্কা না হাঁকালেও ১১টি বাউন্ডারি হাঁকান তরুণ ভারতীয় ওপেনার। রুতুরাজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। মাত্র ৮ রানের মাথায় আউট হন রুতুরাজ। আগের ম্যাচে রান না পেলেও এদিন অর্ধশতরান পূরণ করেন সঞ্জু স্যামসন। ৪১ বলে ৫১ রান করেন তিনি। ২টো বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। লোয়ার অর্ডারে হার্দিক ৭০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ২ উইকেট নেন রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট আলজারি জোসেফ ও মোতি ও ক্যারি। 


এদিকে, ভারতের বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবে ২ দল। রোহিতদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। 


শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। 


টি-টােয়ন্টি সিরিজে রভমন পাওয়েল ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন সহ অধিনায়ক কেইল মায়ার্স। এছাড়াও আছেন নিকােলাস পুরান, শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারের মত বড় নাম।