হায়দরাবাদ: ভেজা আউটফিল্ডের কারণে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ বাতিল হয়ে গেল। এই ম্যাচে একটিও বল হল না। ফলে সিরিজ ১-১ হয়ে গেল। এই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ম্যাচে উত্তেজক লড়াই দেখার আশায় ছিলেন দর্শকরা। কিন্তু হায়দারাবাদের রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাই হল না। আম্পায়াররা তিনবার মাঠ পরিদর্শন করেন। তাঁরা জানিয়ে দেন, আউটফিল্ডের যা অবস্থা তাতে খেলা সম্ভব নয়। হায়দরাবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে এদিন বৃষ্টি হয়নি। কিন্তু তা সত্ত্বেও আউটফিল্ড খেলার উপযোগী করা যায়নি। ম্যাচ বাতিল হওয়ায় রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নিকাশী ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।